Tuesday, August 12, 2025

হাথরসে নির্যাতিতার পরিবারের নিরাপত্তায় ১০০ সিআরপিএফ জওয়ান

Date:

নির্যাতিতার পরিবারের উপর যাতে কোনওরকম দুষ্কৃতী হামলার ঘটনা না ঘটে তার জন্য বড় পদক্ষেপ নিল সরকার। হাথরস কাণ্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হলো সিআরপিএফ জওয়ানদের। অবশ্য আদালতের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল নির্যাতিতার পরিবারের নিরাপত্তার দায়িত্ব যেন সিআরপিএফদের হাতে দেওয়া হয়। সেই নির্দেশ মেনে এবার পদক্ষেপ নিল সরকার।

জানা গিয়েছে, এদিন সিআরপিএফের ২৩৯ বি ব্যাটেলিয়নের জওয়ানরা নির্যাতিতার গ্রামে গিয়েছিলেন। সেখানে ১০০ জন জওয়ানকে নির্যাতিতার পরিবারের লোকজনদের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে বলে জানা গিয়েছে। এছাড়া বেশ কিছু পুলিশকর্মীও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। এদিন নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সিআরপিএফ আধিকারিকরা। পাশাপাশি পরিবারের মহিলা সদস্যদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাখা হচ্ছে মহিলা পুলিশ কর্মীদেরও।

জানা গিয়েছে, এদিন নির্যাতিতার গ্রাম ও বাড়ির সমস্ত দিক খুঁটিয়ে পরীক্ষা করেন জওয়ানরা। উপস্থিত ছিলেন সিআরপিএফের মহিলা উইংয়ের সদস্যরাও। বর্তমানে সিআরপিএফের মহিলা উইংয়ের ২৫ জন কর্মীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। পাশাপাশি রামপুর ব্যাটেলিয়ান থেকে রবিবারই জওয়ানরা নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে নেবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা থাকবে।

আরও পড়ুন: মোদির গুণ গেয়ে উত্তরবঙ্গে একমাসের সফরে রাজ্যপাল, বিরোধীদের মতে রাজনীতি

অন্যদিকে, আদালতের তরফে আগেই জানানো হয়েছিল হাথরস কাণ্ডের তদন্তের গতি প্রকৃতির উপর নজর রাখবেন খোদ বিচারপতি। সেইমতো সিবিআইকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version