Tuesday, August 12, 2025

করোনা রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও মারা গেলেন রাজ্যের আইন দফতরের সচিব সন্দীপ কুমার রায়চৌধুরী। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রায় এক মাস ধরে কোভিডের বিরুদ্ধে লড়াই করছিলেন আইন দফতরের সচিব। অবশেষে লড়াই শেষ। করোনামুক্ত হওয়া সত্ত্বেও মারা গেলেন সন্দীপ কুমার রায়চৌধুরী। তিন দিন আগে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

করোনা আক্রান্ত হয়ে ৩ অক্টোবর স্ত্রী ও কন্যার সঙ্গে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৫৬ বছর বয়সী সন্দীপ কুমার রায়চৌধুরী। পরে তাঁর স্ত্রী ও কন্যার রিপোর্ট নেগেটিভ আসলে তাঁদের ছুটি দেওয়া হয়। টানা ২৪ দিন তিনি আইসিইউ–তে ভর্তি ছিলেন। চতুর্থ বারের পরীক্ষায় মঙ্গলবার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে নন-কোভিড আইসিইউতে শিফট করা হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা হওয়ার কারণেই তাঁকে আইসিইউতে রাখতে হয়। শরীরে অক্সিজেনের মাত্রাও ওঠানামা করছিল। ডাক্তাররা জানান, শুক্রবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। শনিবার সকালে তার মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। এর পর, সমস্তটাই চিকিত্‍‌সকদের হাতের বাইরে চলে যায়। মৃত্যু হয় রাজ্যের আইন সচিবের। সন্দীপকুমার রায়চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে, শনিবার (৩১ অক্টোবর) সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪৯ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ২৯ হাজার ৯৩৭ জন। অক্টোবরের শেষ দিনেও দৈনিক সংক্রমণের সংখ্যায় কমেনি। প্রায় চার হাজারের মতোই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নবান্নের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৯৯৩ জন। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৬৬৪ জন।

আরও পড়ুন-ভারতের বাজারে টিকা আনার ও বিলির তোড়জোড় শুরু কেন্দ্রের, ‘কবে আসবে’ জল্পনা না ছড়ানোর নির্দেশ

Related articles

সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!

বছর দুয়েক আগে 'পাঠান' বা 'জওয়ান' দেখতে কাকভোর থেকেই সিনেমা হলের বাইরে লম্বা লাইন দিয়েছিলেন শাহরুখ ফ্যানেরা। এবার...

অভয়ার বাবা-মায়ের চিকিৎসা দরকার, বললেন ডাক্তার

অভয়ার বাবা-মায়ের 'অসুস্থতা' নিয়ে মুখ খুললেন ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr Narayan banerjee)। তাঁর কথায়,"আমি ওঁর মা-বাবার মেন্টাল কন্ডিশন...

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন...
Exit mobile version