Saturday, December 20, 2025

ভারতের বাজারে টিকা আনার ও বিলির তোড়জোড় শুরু কেন্দ্রের, ‘কবে আসবে’ জল্পনা না ছড়ানোর নির্দেশ

Date:

Share post:

এখনও বিশ্ব কাঁপছে ‘কোভিড’এর জ্বরে। একাধিক করোনা টিকা আবিষ্কারের পথে বিজ্ঞানীরা। কোনওটা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পথে, তো কোনওটা আবার দ্বিতীয়। বিশ্ব জুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে খুব সামান্য হলেও খুশির খবর শোনাল কেন্দ্র। সম্ভবত শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে করোনা প্রতিষেধক। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে করোনা টিকা বিলি করার কথা জানিয়েছেন। যার জন্য থ্রি-টিয়ার সিস্টেম তৈরি করারও নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, এই টিকা কবে বাজারে আসবে তা নিয়ে যেন কোনও জল্পনা না ছড়ায়।

চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এই টিকার বিলি ১ বছর ধরে চলবে। প্রথমে দেওয়া হবে স্বাস্থ্য়কর্মীদের। তারপর পাবেন অন্যান্যরা। এর জন্য কেন্দ্র তৈরি করতে চলেছে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম বা সিভিবিএমএস। ফলে মসৃণভাবে টিকা বিলি হবে। স্বাস্থ্যকর্মীদের ডেটাবেস আপডেট করা সংক্রান্ত কাজের জন্য তৈরি হবে একাধিক কমিটি।

জানা যাচ্ছে, এই থ্রি টিয়ারের মধ্যে থাকবে একটি স্টেট স্টিয়ারিং কমিটি। এই কমটির শীর্ষে থাকবেন মুখ্য়সচিব। একটি স্টেট টাস্ক ফোর্স যার মাথায় থাকবেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ও একটি জেলা টাস্ক ফোর্স, যার মাথায় থাকবেন জেলা শাসক। মাসে একবার স্টেট স্টিয়ারিং কমিটিকে বৈঠকে বসতেই হবে। স্টেট টাস্ক ফোর্সকে ১৫ দিনে অন্তত একবার ও জেলা টাস্ক ফোর্সকে সপ্তাহে অন্তত একবার বৈঠকে বসতে হবে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে অল্প অল্প করে বিলি শুরু হবে এই করোনা টিকার। কোন কোন গোষ্ঠীকে তা আগে দেওয়া হবে তা ঠিক করা হবে অবশই গুরুত্ব বুঝে। তারপর পাবেন বাকিরা।

দেশের বিভিন্ন করোনা টিকার প্রায় শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। তাই কেন্দ্রের আশা, শীঘ্রই চূড়ান্ত টিকার প্রয়োজনীয় ছাড়পত্র পেতে পারে। ভারতে এই মুহূর্তে চারটি করোনা টিকার নানা পর্যায়ের পরীক্ষা চলছে। এগুলির মধ্যে দুটি এ দেশে তৈরি হয়েছে, বাকি দুটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশীয় ওষুধ কোম্পানিগুলি।

সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬,৩৯৩,৩৩৮। মৃতের সংখ্যা ১,২০০,৩৮৩। সুস্থ হয়ে উঠেছেন ৩৩,৪৮৭,০৬৬ জন। তার মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ৮,১৮৪,০৮২, মৃতের সংখ্যা ১২২,১৪৯। সুস্থ হয়ে উঠেছেন ৭,৪৯১,৫১৩।

আরও পড়ুন-ভারত-বাংলা বিমান চালু আজ থেকে

spot_img

Related articles

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...