ওয়েবসাইট হ্যাকিং ও পাল্টা হ্যাকিংয়ের তীব্র নিন্দা ভারতীয় হাইকমিশনের

- খায়রুল আলম , ঢাকা

সরকারি ও জনসাধারণের ওয়েবসাইট হ্যাকিং এবং পাল্টা হ্যাকিংয়ের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ফেসবুকে এক পোস্টে ভারতীয় হাইকমিশন লিখেছে , আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে, ভারতীয় এবং বাংলাদেশি বংশোদ্ভূত বলে দাবি করা কিছু গোষ্ঠী, সর্বসাধারণ ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট হ্যাকিং এবং পাল্টা হ্যাকিং করছে। ”


হাইকমিশনের অভিযোগ, এগুলো কিছু বিভ্রান্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত নিন্দনীয় কাজ। হাইকমিশনের তরফে জানানো হয়েছে, তারা ধর্মীয় বা জাতীয় পরিচয়ের ওপর এমন আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।

আরও পড়ুন : মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্ব তালিকায় অনেক পিছিয়ে বাংলাদেশ

সবশেষে আবারও জানানো হয়েছে, আমাদের মানুষের মধ্যে বন্ধুত্ব এবং আত্মীয়তার গভীর বন্ধনে আমাদের বিশ্বাসকে পুনরায় ব্যক্ত করছি।

Previous articleভারতের বাজারে টিকা আনার ও বিলির তোড়জোড় শুরু কেন্দ্রের, ‘কবে আসবে’ জল্পনা না ছড়ানোর নির্দেশ
Next article৫৮ বছরের মধ্যে ‘শীতলতম অক্টোবর’, নিম্নমুখী তাপমাত্রায় করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা