অকাল দীপাবলি চন্দননগরে: খুলে গেল গোন্দোলপাড়া জুটমিল

অকাল দীপাবলি হুগলি জেলার চন্দননগরে। রবিবার, থেকে খুলে গেল চন্দননগরের গোন্দোলপাড়া জুটমিল। প্রথমদিন ৩০০ জন শ্রমিক নিয়ে কাজ শুরু হয়। দুবছর পর আবার জুটমিল খুলে যাওয়ায় খুশির হওয়া জুটমিল শ্রমিকদের পরিবারদের মধ্যে।

আগেই জানানো হয়েছিল পয়লা নভেম্বর জুটমিল খুলবে। সেই মতো এদিন সকালে ৩০০ জন শ্রমিক কাজে যোগ দেন। বাকি শ্রমিকরাও ধীরে ধীরে কাজে যোগ দেবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন:লোকাল ট্রেন চালাতে কাল নবান্নয় রেল-রাজ্য বৈঠক