মালদ্বীপে স্বামী পারুপল্লির সঙ্গে সাইনা নেহওয়াল, শেয়ার করেছেন একাধিক ছবি

ব্যাডমিন্টন খেলোয়াড় সায়না নেহওয়াল এবং তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সায়না সম্প্রতি তাঁর আউটিংয়ের ছবিগুলি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সাইনা, স্বামী পারুপল্লির সঙ্গে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন। একাধিক ছবিতে বিভিন্ন রকমের ক্যাপশন তিনি দেন। তার মধ্যে একটি ক্যাপশন হল, “ব্ল্যাক এন হোয়াইট”। সম্ভবত দু’জন যে পোশাক পরেছেন তা উল্লেখ করেন। দুজনকে একসঙ্গে প্যারাসেলিংও করতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, দুই ব্যাডমিন্টন খেলোয়াড় বিয়ে করেছিলেন ডিসেম্বর ২০১৮ সালে। জানা গিয়েছে, সাইনা জানুয়ারিতে এশিয়ান গেমসের এই সিজেনটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন- রাজ্যে লোকাল ট্রেন চালানোর পক্ষে কংগ্রেস-বাম