Friday, August 22, 2025

ব্যাঙ্কে মনের মতো চাকরি পেয়েও আত্মহত্যা যুবকের, কারণ জানলে আঁতকে উঠবেন

Date:

দীর্ঘ বেকারত্বের জ্বালা। অনেক পড়াশোনা চালিয়ে, পরীক্ষা দিয়েও মিলছিল না চাকরি। জীবন নিয়ে কার্যত দিশাহীন ও তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। একটা সময় ঈশ্বরের কাছে অদ্ভুত প্রতিজ্ঞা করেছিলেন, চাকরি পেলে ঈশ্বরকেই জীবন উৎসর্গ করে দেবেন।

যেমন কথা তেমন কাজ। চাকরি পাওয়ার পর ঈশ্বরকে দেওয়া কথা রাখতে জীবন উৎসর্গ করলেন কন্যাকুমারীর এল্লুভিল্লাইয়ের বছর ৩২-এর সি নবীন।

অনেক চেষ্টার পর সম্প্রতি মুম্বইয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পান নবীন। এবং এই চাকরি ছিল তাঁর মনের মতোই। পছন্দ মতোই। বেতনও ভালো। কিন্তু নিজের প্রতিজ্ঞা পালনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন নবীন।

জানা গিয়েছে, দীর্ঘদিন বেকার থাকায় হতাশায় ভুগছিলেন নবীন। চাকরি পাওয়ার পর কাজে যোগ দেন। কয়েক সপ্তাহ মন দিয়ে কাজও করেন তিনি। এরপর গত বৃহস্পতিবার তিনি বিমান ধরে তিরুঅনন্তপুরম আসেন। সেখান থেকে যান মার্থান্দমে এক বন্ধুর সঙ্গে দেখা করতে। তারপর বাসে চড়ে যান নাগেরকয়েল। তারপর রাজাক্কমঙ্গলম ব্লকের পুথেরি গ্রামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। গত শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়।

তাঁর মৃতদেহের পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা, ঈশ্বরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি পেলে তাঁর আশ্রয়ে আসবেন, সেই প্রতিশ্রুতিই পালন করছেন তিনি। যদিও শুধুমাত্র এই কারণেই আত্মহত্যা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও। এদিকে এই ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে মৃতের পরিবারের সদস্যদের মধ্যে।

আরও পড়ুন:শাসন আর উন্নয়নে যোগীর রাজ্য দেশে ‘নিকৃষ্টতম’!

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version