Monday, August 25, 2025

ডিসেম্বরে খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়, স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত কালীপুজোর পর : শিক্ষামন্ত্রী

Date:

রাজ্যে ডিসেম্বর মাসে খুলছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়। সোমবার এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে স্কুল কবে খুলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে কালীপুজোর পর জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

অতিমারি পরিস্থিতিতে মার্চ মাস থেকে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইনে ক্লাস হচ্ছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তা নিয়ে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি সরকার। নভেম্বর মাসেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়। করোনা আবহে তা নিয়ে সংশয় আছে। অন্যদিকে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কবে হবে তা নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। কালীপুজো মেকলে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিক্ষামন্ত্রীও সেই একই কথাই বলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র আড়াই মাস ক্লাস করতে পেরেছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও স্কুলে কোনও ক্লাসই করেনি। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর মাস থেকে ক্লাস শুরু হবে। স্কুল কবে খোলা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কালীপুজোর পর।” তাঁর কথায়, “স্কুল খুললেই তো হবে না, ক্লাসও করাতে হবে। পড়ুয়াদের ভাগ করে স্কুলে আনা যায় কিনা তা বিবেচনা করা হবে।” সূত্রের খবর, কীভাবে স্কুলে ক্লাস হবে তা নিয়ে ইতিমধ্যে সরকারি স্তরে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে শিক্ষা দপ্তরের কাছে একগুচ্ছ সুপারিশ করেছে শিক্ষকদের সংগঠন স্টেট অফ হেড মাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। মার্চ মাসে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নেওয়ার পক্ষে সওয়াল করেছে সংগঠন। একই সঙ্গে একদিন অন্তর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় কি না তাও বিবেচনা করে দেখার আর্জি জানিয়েছে তারা। একইসঙ্গে মোট সিলেবাসের ৭০ শতাংশের ওপর পরীক্ষা নেওয়ার পক্ষে সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংগঠন।

আরও পড়ুন:কেন্দ্রের সুপারিশ মেনে অসম, অন্ধ্রপ্রদেশ সহ ৩ রাজ্যে খুলল স্কুল

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version