Thursday, December 4, 2025

সংক্রমণ বৃদ্ধি পাবে, এই আশঙ্কায় ID হাসপাতালে বাড়ানো হচ্ছে ২০০ করোনা-বেড

Date:

Share post:

রাজ্যে সংক্রমণের প্রকোপ এখনও হ্রাস পায়নি৷ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংক্রমণের গতি উর্ধ্বমুখী হবে৷ একই আশঙ্কা প্রশাসনেরও৷ তাই
রাজ্যের প্রথম করোনা হাসপাতাল বেলেঘাটার ID-তে দ্রুত আরও ২০০ করোনা-বেড বাড়ানো হচ্ছে। আজ, সোমবার থেকেই পুরোদমে সংস্কার কাজ শুরু হয়েছে।

রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ দেবাশিস ভট্টাচার্য ID হাসপাতালে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানান এবং পরিকাঠামো তৈরি করতে বলে এসেছেন৷
ID সূত্রে জানা গিয়েছে, ওখানকার জিবি ব্লকের ডায়েরিয়া এবং ডেঙ্গু ওয়ার্ডের বেডগুলি করোনা বেডে পরিবর্তিত করা হচ্ছে। ওখানকার ডায়েরিয়া এবং ডেঙ্গু রোগীদের অন্য সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পাঠিয়ে চিকিৎসা করানো হবে। তবে জলাতঙ্ক এবং আরও কিছু সংক্রামক রোগের চিকিৎসা ID-তে চালু থাকবে। ডায়েরিয়া এবং ডেঙ্গু, এই দুটি ওয়ার্ড থেকে প্রায় ১০০ বেড পাওয়া যাবে। এছাড়াও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আরও ১০০টি বেড করোনা চিকিৎসায় কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রথম ১০০টি এবং ডিসেম্বর মাসের মধ্যে আরও ১০০ বেড চালু করা হবে ID-তে। বর্তমানে ৬০০ বেশি শয্যার এই সংক্রামক ব্যাধির হাসপাতালে ১১৫টি বেডে করোনা চিকিৎসা চলছে। আরও ২০০ শয্যা বৃদ্ধি পেলে মোট করোনা শয্যা হবে ৩১৫। ভবিষ্যতে কলকাতা ও সংলগ্ন এলাকায় পজিটিভ রোগীর সংখ্যার বৃদ্ধি পেলে এই বাড়তি ২০০ বেড যাতে বাড়তি চাপ কিছুটা নিতে পারে, তাই এই ব্যবস্থা ৷

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...