Saturday, August 23, 2025

আল কায়দা জঙ্গি সন্দেহে ফের মুর্শিদাবাদ থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ। সোমবার মুর্শিদাবাদের রানিনগর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃত ব্যক্তির নাম আবদুল মোমিন মণ্ডল।

এনআইএ সূত্রে খবর, মুর্শিদাবাদে গ্রেফতার সন্দেহভাজন আল কায়দা জঙ্গিদের জেরা করেই আবদুলের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ধৃতের থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে। আবদুল মোমিন মণ্ডলকে প্রথমে আটক করে রানিনগর থেকে থানায় জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে আসে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবদ করা হয়। তাঁর বক্তব্য অনেক অসঙ্গতি ধরা পড়ে বলে সূত্রের খবর। এরপরই তাকে গ্রেফতার করে এনআইএ দল। জানা গিয়েছে গ্রেফতার করার পর মোমিনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

এনআইএ সূত্রে খবর, মুর্শিদাবাদে ধৃতদের হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সক্রিয় ছিল। সেই গ্রুপের কথোপকথন হত, তা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হতো। জানা গিয়েছে, বোমা তৈরি করতে বেশ পটু মোমিন। আল-কায়েদার গোপন প্রচার অভিযান চালাত সে। এনআইএ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে যাদের গ্রেফতার তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

প্রসঙ্গত, আল কায়দা জঙ্গি সন্দেহে গত সেপ্টেম্বর মাসেই মুর্শিদাবাদ জেলা থেকে ৬ জনকে গ্রেফতার করে এনআইএ। এরপর তাদের দিল্লি নিয়ে যাওয়া হয়। এই মাসেই জঙ্গি সন্দেহে আরো একজনকে আটক করে বিএসএফ।

আরও পড়ুন-রাজ্য-রেল বৈঠক শেষ, কী বললেন মুখ্যসচিব

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version