Monday, January 12, 2026

সৌজন্যে কোভিড, ভার্চুয়াল মাধ্যমেই ৫৫ তম জন্মদিন পালন কিং খানের

Date:

Share post:

২ নভেম্বর মানে একটা অদ্ভুত উন্মাদনা। কারণ আজ কিং খানের জন্মদিন। সিনেমাপ্রেমী হোক বা না হোক সোশ্যাল মিডিয়া থেকে মান্নাতের বাইরে আজ ভিড় জমানোর দিন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত দর্শক কিং খানের বাংলোর বাইরে তাঁকে একবার দেখার জন্য অপেক্ষা করেন। অনুরাগীদের কখনও নিরাশ করেন না বাদশা। করোনা পরিস্থিতিতেও ব্যাতিক্রম কিছু ঘটল না।

আজ, সোমবার শাহরুখ খানের ৫৫ তম জন্মদিন। প্রতি বছর এই দিনে অনুরাগীদের জন্য একটি ইভেন্টের আয়োজন করেন কিং খান। হাজার হাজার অনুরাগী তাঁর মান্নাদের বাইরে অপেক্ষা করেন। কিন্তু এ বছর কী হবে? কোভিড পরিস্থিতিতে জন্মদিন পালনের জন্য বিকল্প পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এবছর শাহরুখ খান অনুরাগীদের সঙ্গে স্বশরীরে দেখা করতে পারবেন না।

অনুরাগীদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এবার জন্মদিন পালন করবেন শাহরুখ খান। মহামারি পরিস্থিতিতে এবছর যেন কেউ স্বাস্থ্যবিধি না ভাঙেন অনুরাগীদের কাছে সেই আর্জি জানিয়েছেন বাদশা। শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানা গিয়েছে, জন্মদিনের গোটা অনুষ্ঠান এবার ভার্চুয়াল মাধ্যমেই হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিশেষ ভাবে উদযাপন করা হবে।

রাত বারোটা বাজতেই কেক কেটে ফেলেছে শাহরুখ খান। শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বহু মানুষ। ফ্যান ক্লাব সূত্রে খবর, চলতি বছর বিশ্ব জুড়ে ৫ হাজার মানুষ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। এদিন সকাল ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

আরও পড়ুন:ইউভান ও শুভশ্রীর “ডে আউট”, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...