স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে, বৈদ্যবাটিতে রেল অবরোধ-যাত্রীবিক্ষোভ

হাওড়ার পর এবার হুগলির বৈদ্যবাটি। ফের রেল অবরোধ, যাত্রীবিক্ষোভ। দাবি, স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে।
লোকাল ট্রেন কীভাবে চালু করা যেতে পারে সেই নিয়ে আজ, সোমবার বিকেলে নবান্নে রেল-রাজ্য বৈঠকে বসতে চলেছে। আর তার আগে এদিন সকালে ফের যাত্রীবিক্ষোভের খবর।

জানা গিয়েছে, হুগলির বৈদ্যবাটিতে আজ সকাল ৮টা থেকে চলছে রেল অবরোধ। স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে লাইনে লোহার স্লিপার, গাছের গুড়ি ফেলে বিক্ষোভ। থমকে রয়েছে স্টাফ স্পেশাল। পাশাপাশি, অবরোধ চলছে জিটি রোডেও। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। এর আগেও রেলকর্মী স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে অবরোধ-বিক্ষোভ হয় হুগলির একাধিক স্টেশনে।

আরও পড়ুন:রাজ্যে লোকাল ট্রেন চালানোর পক্ষে কংগ্রেস-বাম

 

 

Previous articleসাতসকালে মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা! বাসস্ট্যান্ডে লরির ধাক্কা
Next articleসৌজন্যে কোভিড, ভার্চুয়াল মাধ্যমেই ৫৫ তম জন্মদিন পালন কিং খানের