বিমল গুরুং একটা পলিটিক্যাল ক্রিমিনাল। ১৬৭টি কেস চলছে। বাড়িতে বিস্ফোরক পাওয়া গিয়েছিল। সেই মামলা আগে মেটাক- মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এভাবেই সুর চড়ালেন বিনয় তামাং। পাহাড়ের দুই নেতাকে নিয়ে মঙ্গলবার আলোচনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৭ সালের পরে এবার দুর্গাপুজোর মুখে নাটকীয় প্রত্যাবর্তন ঘটে বিমল গুরুংয়ের। কলকাতায় বসে সাংবাদিক বৈঠক করে গুরুং ঘোষণা করেন, বিজেপির নয়, আগামী বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণে যেতে চান। আর গুরুংয়ের এই ঘোষণার পরেই পাহাড়ে সক্রিয় হন তাঁর অনুগামীরা। দফায় দফায় পাহাড়ে চলে গুরুংকে স্বাগত জানানো মিছিল। পাল্টা মিছিল করান বিনয় তামাংও। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আর্জি জানান বিনয় তামাং, অনিল থাপারা।


সেইমতো মঙ্গলবার দুপুরে তাঁদের ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গুরুংয়ের আত্মপ্রকাশ পরবর্তী পাহাড়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শুরুর আগেই গুরুংয়ের বিরুদ্ধে সুর চড়লেন বিনয় তামাং।

আরও পড়ুন-চাঁচলে জমি বিবাদে চলল গুলি, মৃত ১

