Tuesday, August 26, 2025

স্কুল খোলা নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

কবে খোলা হবে স্কুল? কীভাবে হবে ক্লাস? কীভাবে বজায় রাখা হবে সামাজিক দূরত্ব? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বিভিন্ন দফতরের মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কালীপুজোর পর স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা করা হবে। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ডিসেম্বর মাস থেকে। অন্যদিকে গতকাল সোমবার রাজ্য নির্দেশিকা জারি করে জানিয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ। তবে কি ডিসেম্বর মাসে খুলবে স্কুল? বৃহস্পতিবারের আলোচনায় উঠে আসতে পারে তাও।

সূত্রের খবর, স্কুল চালু করা হলো বেশ কিছু বিধিনিষেধ আরোপ করবে সরকার। জানা গিয়েছে-

১. প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল চালু হবে।

২. সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক ক্লাসে বিভাগের সংখ্যা বাড়ানো হতে পারে।

৩. শ্রেণীকক্ষের আয়তন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে বসানো হবে। স্কুল কর্তৃপক্ষ এই দায়িত্বভার সামলাবে।

৪. পড়ুয়ারা একসঙ্গে জটলা করতে পারবে না।

৫. স্কুলে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক।

৬. আপাতত বন্ধ রাখা থাকবে খেলাধুলো, শরীরচর্চার মতো ক্লাস।

৭. সরকারের গাইডলাইন মানা হচ্ছে কি না তা নজর রাখবেন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক নিযুক্ত কয়েকজন শিক্ষক।

আরও পড়ুন-‘আইটি ও স্বাস্থ্যসেবা খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী ভারত’ : দোরাইস্বামী

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version