Sunday, August 24, 2025

কালীপুজোয় ২দিন ২ঘন্টা করে বাজি ফাটানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি বাজি ব্যবসায়ীদের

Date:

প্রবল সংকটের মুখে রাজ্যের প্রায় ৩১ লক্ষ বাজি ব্যবসায়ী। একদিকে কলকাতা হাইকোর্টে কালীপুজোয় বাজি ফাটানো নিষিদ্ধ করার আর্জি নিয়ে মামলা, অন্যদিকে রাজ্য সরকার-সহ বিভিন্ন সংগঠন এবার অন্তত বাজি না ফাটানোর আবেদন করেছে। করোনা মহামারি আবহের মধ্যে এমনিতেই আর্থিক অনটনের মধ্যে রয়েছে বাজি ব্যবসায়ীরা। তার উপর বাজি নিষিদ্ধ হলে প্রবল সংকটের মধ্যে পড়বেন ৩১ লক্ষ বাজি ব্যবসায়ী। তাই তাঁদের দিকটিও বিবেচনা করার আর্জি জানিয়েছেন বাজি ব্যবসায়ীরা।

বাজি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আগামীকাল, বৃহস্পতিবার বৈঠকে বসবে রাজ্য। নবান্নে এই বৈঠকে রাজ্যের পক্ষে থাকবেন মুখ্য ও স্বরাষ্ট্র সচিব। সারা বাংলা বাজি ব্যবসায়ী উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় আজ, বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন। সেখানে ৩১ লক্ষ মানুষের জীবন ও জীবিকা সংশয়ের বিষয়টি জানানো হয়। এরপর বেলা সাড়ে তিনটেয় নবান্ন থেকে বাবলা রায়ের কাছে ফোন পৌঁছায়। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ কথা বলার পর ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং। তিনি গোটা বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আগামিকাল বাবলা রায়কে নবান্নে ডেকে পাঠান।

 

রাজ্যের কাছে মূলত যে আর্জি জানাবেন বাজি ব্যবসায়ীরা

(১) ১৪ ও ১৫ নভেম্বর রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অর্থাৎ দু’দিনে মোট ৪ ঘণ্টা রাজ্যে বাজি পোড়ানোর অনুমতি দিক রাজ্য সরকার।

(২) ৩১ লক্ষ বাজি শিল্পী ও বিক্রেতার মধ্যে যাঁরা সরকারি লাইসেন্সপ্রাপ্ত, অর্থাৎ দমকল, পরিবেশ-সহ অন্যান্য ৬ টি সরকারি দফতর দ্বারা স্বীকৃত, সেই ৫৩ হাজার ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপুরণ দিক রাজ্য।

যে শর্ত চাপাতে পারে রাজ্য সরকার

(১) চাইনিজ বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ।

(২) বেশি ধোঁয়া হয় এমন বাজি যেমন সাপ বাজি, ইলেকট্রিক তার, রং মশাল নিষিদ্ধ।

(৩) শুধুমাত্র পরীক্ষিত পরিবেশ বান্ধব বাজি বিক্রি ও ফাটানোর অনুমতি।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version