এ বছর কালীপুজো ১৪ নভেম্বর, শনিবার । সকল হিন্দুরাই এই উৎসব পালন করেন। অনেকের বাড়িতে এই দিন লক্ষ্মী-অলক্ষ্মী পুজো হয় । কারও বাড়িতে শুধুই লক্ষ্মী পুজোও হয় ।কার্তিক মাসের এই কালী পুজোকে দীপান্বিতা কালীপুজোও বলা হয়। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারারাত ধরে চলে পুজো। দীপান্বিতা কালীপুজোর দিনটিতে ভারতের বহু রাজ্যে দীপাবলি উৎসব পালিত হয়।

আরও পড়ুন- ঢিমেতালে চলছে লকগেট মেরামতি, বৃহস্পতিবারও কাজ সম্পন্ন হবে কিনা রয়েছে ধোঁয়াশা
এ ছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়।
এ বছর দীপান্বীতা কালীপুজোয় অমাবস্যা তিথি শুরু – দুপুর ২:১৭ মিনিট থেকে, ১৪ নভেম্বর ২০২০ । অমাবস্যা তিথি সমাপ্ত – সকাল ১০:৩৬ মিনিটে, ১৫ নভেম্বর ২০২০ ।
মূলত কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়। এ দিন চোদ্দ শাক রান্নার রীতি রয়েছে ঘরে ঘরে। পাশাপাশি, ১৪ প্রদীপ জ্বালিয়ে ‘শুভ সময়’ কে ঘরে আমন্ত্রণ জানানো হয়। অনেকে এই চতুর্দশীকে নরক চতুর্দশীও বলেন।
