Wednesday, August 27, 2025

কার দখলে থাকবে হোয়াইট হাউস? হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেনের মধ্যে। নিউজার্সি ও ভার্জিনিয়া, নিউইর্য়কে পোলিং স্টেশনে ভোট দেওয়ার জন্য উৎসাহি ভোটদাতাদের বেশ লম্বা লাইন দেখা গিয়েছে ৷ভোট পর্বের মাঝেই শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, বেশ কিছু ভোটারদের কাছে ফোন গিয়েছে। ভোট দিতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে বাড়িতে থাকতে বলা হয়েছে।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। জানা গিয়েছে, কোনও ব্যক্তি কথা বলেনি ওই ফোনে, রেকর্ড বাজানো হয়েছিল। এফবিআই এর এক আধিকারিক জানিয়েছেন, এই ফোন কলের মাধ্যমে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। যাতে তাঁরা ভোট না দেন তাও বলা হয়েছে। যদিও নির্বাচন পর্বে এই ধরনের ঘটনা নতুন নয় বলে জানান তিনি।

নিউইর্য়কের অ্যার্টনি জেনারেল জানিয়েছেন, অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তার বিভাগ। তাঁর কথায়, “ভোট দেওয়া আমাদের গণতন্ত্রিক অধিকার ৷ তা থেকে মানুষকে আটকানো অপরাধমূলক কাজ। এই ধরনের কাজ মেনে নেওয়া হবে না।” অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।এই একই ফোন কলের অভিযোগ পেয়েছেন। মিশিগানের অর্টোনি জেনারেল।

আরও পড়ুন:অমিতের ৪৮ ঘন্টার কর্মসূচিতে কৈলাশ-মুকুলরা মরিয়া নিজেদের প্রমাণে!

ভারতীয় সময় ৩ নভেম্বর বিকেল সাড়ে চারটে থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে ৫০ শতাংশের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি আমেরিকান ডাক যোগে ভোট দিয়েছেন। ২০১৬ সালে ১৩.৮ কোটি মানুষ ভোট দিয়েছিলেন। মনে করা হচ্ছে এবার রেকর্ড সংখ্যক ভোট পড়তে চলেছে ৷

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version