Wednesday, November 5, 2025

বিশ্ব ব্যাডমিন্টন সার্কিটের উজ্জ্বল নক্ষত্র তথা ভারতীয় তারকা পিভি সিন্ধু সত্যি অবসর নিচ্ছেন? তার একটি টুইট ভাইরাল হতেই মুষড়ে পড়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। নিজের টুইটারে একটি তিন পাতার বিবৃতির ছবি দিয়ে শুরুতে ‘আই রিটায়ার’ বলে সকলকে কার্যত অবাক করে দিয়েছিলেন সিন্ধু। সেখানে লিখেছিলেন, “ডেনমার্ক ওপেনই আমার শেষ যাত্রা”।


যদিও বিষয়টি কিছুটা পরিষ্কার হয় বিবৃতি পত্রটির বাকি দুই পৃষ্ঠা পড়ার পর। সেখানে সিন্ধু লিখেছেন, “আমি হয়ত আপনাদের একটি মিনি হার্ট অ্যাটাক দিয়ে ফেলেছি। কিন্তু এই ধরণের কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি ভেবেছিলাম আমি আপনাদের নজর আকর্ষণ করে আপনাদের কিছু জানাতে চাইব।”
এরপর সত্যি কথাটা প্রকাশ্যে আনেন সিন্ধু। বর্তমানে এই করোনা ভাইরাসের প্রকোপে সাধারণ মানুষ সর্বক্ষণ নেতিবাচক চিন্তাভাবনায় বেঁচে রয়েছেন। এই অবস্থায় ছিলেন খোদ সিন্ধুও। কিন্তু এবার সেই অনিশ্চয়তা থেকে অবসর নিয়ে আবারও প্রস্তুতিতে নেমে পড়ার অঙ্গীকার করেছেন সিন্ধু।
তিনি বলেছেন, এই বিবৃতির মাধ্যমে আসলে বোঝাতে চেয়েছেন , যে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে ভয় না পেয়ে মোকাবিলা করতে।
সেই বিবৃতিতে সিন্ধু লিখেছেন, “আজ আমি এই অস্বস্তিকর অবস্থা থেকে অবসর নিলাম। আমি এই নেতিবাচকতা, সর্বক্ষণ ভয়, অনিশ্চয়তা থেকে অবসর নিলাম। এই অপরিচিত অবস্থার বিরুদ্ধে কোনওরকম উপায় না পেয়ে আমি অবসর নিলাম। সর্বোপরি, এই ভাইরাসের প্রতি আমাদের মনোভাব থেকে আমি অবসর নিলাম। আমাদের ভয় পেলে চলবে না, আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের একসাথে এই ভাইরাসকে শেষ করতে হবে।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version