Sunday, November 9, 2025

মার্কিন প্রেসিডেন্ট: ইলেক্টোরাল কলেজে এগিয়ে বাইডেন, পপুলার ভোটে ট্রাম্প

Date:

আগামী ৪ বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পই হোয়াইট হাউসে থাকবেন নাকি জো বাইডেন হতে চলেছেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট, তা জানা যাবে বুধবার দুপুরের মধ্যেই৷

◾ইলেক্টোরাল কলেজে বা মোট নির্বাচকমণ্ডলী-র মোট ভোটের সংখ্যা ৫৩৮ এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হবে।

◾অন্যান্য ভোটের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে জনগণের ভোট বা ‘পপুলার ভোট’ বেশি পাওয়ার দরকার হয় না।

◾প্রেসিডেন্ট পদপ্রার্থীরা ‘ইলেক্টোরাল কলেজ’-এ বেশি ভোট পাওয়াই গুরুত্বপূর্ণ ৷ সেদিকেই সবাই তাকিয়ে থাকেন।

◾মনে রাখতে হবে, ২০১৬-র নির্বাচনে সাধারণ জনগণের ভোট বা ‘পপুলার ভোট’ অনেক কম পেয়েও ডোনাল্ড ট্রাম্প ইলেক্টোরাল কলেজের ভোটে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

◾শেষ খবর, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ১৩১টি ইলেক্টোরাল ভোট।

◾অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৯৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন

◾’পপুলার ভোটে’ এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ২৭২টি ভোট।

◾বাইডেনকে ভোট দিয়েছেন ২ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ৩১২ জন ভোটার৷

◾আগের সব নির্বাচনের তুলনায় এ বার করোনা- কারনে বেশির ভাগ মানুষ পোস্টাল ভোট দিয়েছেন।

◾পোস্টাল ভোট গণনাতে বেশি সময় লাগতে পারে।

আরও পড়ুন:মার্কিনমুলুকে ভোট: ট্রাম্প জয়ী ১৪টি রাজ্যে, বিডেন ১৩টি

◾পোস্টাল ভোট বেশি থাকার কারনে প্রাথমিক ফলাফলে একজন প্রার্থী এগিয়ে থাকলেও পরে তা বদলে যেতে পারে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version