Saturday, January 31, 2026

মুকুলদের চাইতে রাহুলকে বেশি গুরুত্ব দিয়ে পাশে রাখলেন অমিত শাহ

Date:

Share post:

তৎকাল বিজেপিদের সরিয়ে অমিত শাহর কাছাকাছি রইলেন আদি বিজেপির সদ্য অপসারিত নেতা। শুধু তাই নয়, দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে কিছুটা যেন দূরে সরিয়ে সদ্য প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহাকে কাছাকাছি রাখলেন অমিত শাহ, বৃহস্পতিবার বাঁকুড়ায়।

দলের সর্বভারতীয় কমিটি থেকে বাদ পড়ে ক্ষোভ প্রকাশ্যেই জানিয়েছিলেন বাংলা বিজেপির ‘আদি নেতা’, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দল ছাড়ার প্রছন্ন হুমকি ছিল। তারপর দিলীপ ঘোষ এবং অরবিন্দ মেননের হস্তক্ষেপে মান ভাঙলেও নিজেকে গুটিয়ে নেন রাহুল। খুব গুরুত্বপূর্ণ বৈঠক বা সভা ছাড়া তাঁকে দেখা যায়নি। পার্টি অফিসেও সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রায় হতেনই না। মাঝে শুধু একটি অনুষ্ঠানে দুর্গাপুরে গিয়েছিলেন।

আরও পড়ুন- এটাই আমার শেষ ভোট, সহানুভূতির হাওয়া তুলে ঘোষণা নীতীশ কুমারের

রাহুলের আড়ষ্টতা ভাঙলেন অমিত শাহ। বুধবার রাতে দিল্লি থেকে কলকাতায় আসার পর অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরের কাছে হোটেলেও গিয়েছিলেন রাহুল। আবার বৃহস্পতিবার সকালেই বাঁকুড়ার রবীন্দ্রভবনে পৌঁছে যান রাহুল। ছিলেন অমিত শাহর মঞ্চে। দুপুরে বিভীষণ হাঁসদার বাড়ির দাওয়ায় বসে যখন খাওয়া দাওয়া হচ্ছে, তখন একই ফ্রেমে রাহুল। মুকুল রায়দের অমিত শাহর সঙ্গে একই ফটো ফ্রেমে আসতে বেশ কসরৎ করতে হয়েছে। বিজেপির একটি মহল বলছে, অমিত শাহরা এখন ক্রমশ বুঝতে পারছেন, নব্য, তৎকাল, পরিযায়ী বিজেপিতে বেশি ভরসা করলে ডুবতে হবে। এদের জন্য আদি বিজেপিকেও হারাতে হতে পারে।তাই মুকুল-সৌমিত্র-অনুপমদের চাইতে বৃহস্পতিবার চোখে পড়ার মতো সম্মান পেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।

আরও পড়ুন- স্ত্রী-সন্তানকে খোরপোষ দিতে হবে বিবাহ বিচ্ছেদের দিন থেকেই, রায় সুপ্রিম কোর্টের

spot_img

Related articles

হাওড়া জগৎবল্লভপুর বিধানসভায় সেবাশ্রয় শিবির, প্রথম দিনেই উপচে পড়া ভিড় 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) 'সেবাশ্রয়' (Sebaashray) কর্মসূচি ডায়মন্ড হারবার, নন্দীগ্রামের পর এবার পৌঁছে...

বয়স থেকে বাবার নাম: লজিকাল ডিসক্রিপেন্সিতে শুনানি হাজিরা মিমির

বাংলায় যে লজিকাল ডিসক্রিপেন্সির অজুহাত তৈরি করেছে নির্বাচন কমিশন (Election Commission), তার জেরে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমনকি...

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব...

বাংলাকে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর! শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

ভোট এলেই বাংলার পরিযায়ী বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রী...