Big Breaking: আরেক স্ত্রী, আরেক পুত্র!! কে এই অর্জুন সিং?

সত্যিমিথ্যের ধাঁধার কেন্দ্রে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ” খবরের কাগজ” পোর্টালে এই বিতর্কিত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদন বলছে-

বিরাট রহস্য!
কলকাতার এক নামি স্কুলে এক বালক পড়ুয়ার সন্ধান পাওয়া গিয়েছে।
তার জন্ম ২০০৮ সালের ৬ জুন। অভিজাত ভাগীরথী নেওটিয়া হাসপাতালে ।
এর মায়ের নাম শ্রাবন্তী সিং।
বাবার নাম অর্জুন সিং।
শোনা গিয়েছে এই বালকের বাবা বিপুল দাপুটে নেতা। জনপ্রতিনিধিও বটে।

সন্তানের জন্ম শংসাপত্র

এদিকে, এই নামে যাঁকে আমরা চিনি, সেই বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা বলছে তাঁর স্ত্রীর নাম ঊষা দেবী সিং। অর্জুনের ছেলে পবনও তো সবার পরিচিত। এখন বিধায়কও বটে। কিন্তু সে তো ওই বালক নয়!

নির্বাচনী হলফনামায় স্ত্রীর নাম ঊষাদেবী সিং

এদিকে ওই বালকের স্কুলের ভর্তির ফর্মে অভিভাবকের যে সই, সেখানে অর্জুন সিংয়ের সইয়ের সঙ্গে এই অর্জুন সিংয়ের সইয়ের দারুণ মিল।

স্কুলে ভর্তির রেজিস্ট্রেশন ফর্ম

এনিয়ে কৌতূহল তুঙ্গে উঠেছে।
ছেলে কার?

যদি সাংসদ অর্জুন সিংয়ের সন্তান ওই বালক না হয়, তাহলে তার বাবা অর্জুন সিং কে?

আর যদি এর বাবা সাংসদ অর্জুন হন, তাহলে তাঁর নির্বাচনী হলফনামায় নেই কেন?

অর্জুনের নির্বাচনী হলফনামা

বিজেপির শীর্ষ অন্দরমহলেও এই বিষয়টি পৌঁছেছে। মূলত আদি বিজেপি নেতারা এটি নিয়ে চর্চা চালাচ্ছেন। সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে শীঘ্রই কথা বলবেন তাঁরা। কারণ, যদি সত্যিই এটি তিনি হন তাহলে নির্বাচনে হলফনামায় অসঙ্গতির প্রশ্ন আসবে। সূত্রের খবর, এর মধ্যে জড়িত এক পারিবারিক মহল এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সব কাগজপত্র বিজেপির এক শীর্ষনেতাকে দিয়ে এসেছেন। তিনি পদাধিকারীও বটে। আপাতত সবটা খতিয়ে দেখছেন। আত্মীয়রা সেই ” অর্জুনের” চারিত্রিক নৈতিকতা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন। এবার মিলিয়ে দেখার পালা।

এই বিষয়ে সাংসদ অর্জুনের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। পেলেই প্রকাশ করা হবে।

আরও পড়ুন-হাইকোর্টে ছাড় পেলেন না ধৃত অর্ণব, শুক্রবার ফের শুনানি

 

Previous articleমুকুলদের চাইতে রাহুলকে বেশি গুরুত্ব দিয়ে পাশে রাখলেন অমিত শাহ
Next articleশীতের শুরুতেই তুষারশুভ্র সিকিমের লাচুং-লাচেন