শীতের শুরুতেই তুষারশুভ্র সিকিমের লাচুং-লাচেন

সমতলে সবে শীত হাতছানি দিতে শুরু করলেও সিকিমের বেশ কিছু এলাকায় জমিয়ে তুষারপাত শুরু হয়েছে। মৌসমভবন সূত্রে খবর, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেলের মধ্যে সিকিমের লাচুং, লাচেনে যথেষ্ট পরিমাণ তুষারপাত হয়েছে। পথঘাট বরফে ঢাকা। তুষারপাতের সাক্ষী হতে পর্যটকদের অনেকেই আগ্রহী। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে এখন সিকিমে পর্যটক যাতায়াতে বেশ কিছু বাড়তি সতর্কতা জারি হয়েছে।

ট্যুর অপারেটরদের একটি সংগঠনের মুখপাত্র সম্রাট সান্যাল জানান, তুষারপাত শুরু হতেই লাচু ও লাচেনে যাওয়ার ব্যাপারে আগ্রহীদের সংখ্যা বাড়ছে। সারা দেশ থেকেই কৌতুহলীরা সেখানে যাওয়ার নয়া বিধি নিয়ে জানতে চাইছেন। সম্রাট জানান, সিকিম প্রশাসন জানিয়েছে, এখন সেখানে পর্যটক যাওয়ার আগে তাঁর ব্যাপারে বিশদে তথ্য জানাতে হবে। সেই সঙ্গে হোটেল বুকিংয়ের স্লিপও সিকিমের পর্যটক পার্মিট সেল-এর কাছে পাঠাতে হবে। সব খতিয়ে দেখে পারমিট দেওয়া হলে তবেই লাচু-লাচেন-এ যাওয়া যাবে। হোয়াটস অ্যাপে বুকিং স্লিপ দেখালে তা পারমিট সেল গ্রাহ্য করবে না।

আরও পড়ুন- Big Breaking: আরেক স্ত্রী, আরেক পুত্র!! কে এই অর্জুন সিং?

Previous articleBig Breaking: আরেক স্ত্রী, আরেক পুত্র!! কে এই অর্জুন সিং?
Next articleকালীপুজোয় বাজি নিষিদ্ধ: রাস্তা অবরোধ চাম্পাহাটির বাজি ব্যবসায়ীদের