Thursday, November 6, 2025

হাইকোর্টে ছাড় পেলেন না ধৃত অর্ণব, শুক্রবার ফের শুনানি

Date:

বম্বে হাইকোর্টে কোনও স্বস্তিই পেলেন না আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে ধৃত রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী। বৃহস্পতিবারের শুনানিতে তাঁকে অন্তবর্তীকালীন কোনও ছাড় দেয়নি হাইকোর্ট ৷ বম্বে হাইকোর্ট বিচারপতি এস এস শিন্দে এবং বিচারপতি এম এস কর্নিকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সরকারের বক্তব্য না শুনে কোনও নির্দেশই দেওয়া হবে না। শুক্রবার দুপুর তিনটের সময় অর্ণবের আর্জির ফের শুনানি হবে।

২০১৮ সালের এক আত্মহত্যার ঘটনায় প্ররোচনার দেওয়ার দায়ে ধৃত অর্ণব গোস্বামী তাঁর গ্রেফতারিকে ‘অবৈধ’ দাবি করে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন৷ আলিবাগ পুলিশ যে FIR দায়ের করেছেন, তা খারিজ করে দেওয়ার আর্জিও জানিয়েছেন। একইসঙ্গে মামলার তদন্ত স্থগিত রাখার জন্য জরুরি ভিত্তিতে নির্দেশ জারির আর্জির পাশাপাশি অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আবেদন করেছে অর্ণব গোস্বামী ৷

আরও পড়ুন- সংখ্যা বাড়িয়ে লোকাল চালানোর পক্ষে মমতা

তাঁর হলফনামায় বলা হয়েছে, ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা এবং বন্ধ হয়ে যাওয়া মামলায় অবৈধভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আবেদনকারী এবং তাঁর চ্যানেলের বিরুদ্ধে এটি রাজনৈতিক চক্রান্ত৷ বলা হয়েছে, ‘আবেদনকারীর ব্যক্তিগত জীবনের মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা, মর্যাদা লঙ্ঘন করা হয়েছে।’

২০১৮ সালে ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েকের আত্মহত্যার ঘটনায় অর্ণব, ফিরোজ শেখ এবং নীতেশ সারদার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ৩ জনের বিরুদ্ধেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করে পুলিশ।

তবে ২০১৯ সালে সেই মামলা ‘ক্লোজ’ করে দেওয়া হয়। তখন পুলিশ জানিয়েছিল, ৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁর জোরালো কোনও প্রমাণ মেলেনি।

পরে আলিবাগ পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের দ্বারস্থ হয়েছিলেন অন্বয়ের মেয়ে আদনিয়া। এই বছরের মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্বয় ও তাঁর মা’র মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত শুরু হবে।

আরও পড়ুন- অর্ণব গোস্বামীর গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশে ABVP

এর পরই বুধবার গ্রেফতার করা হয় অর্ণবকে৷ এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, একতরফা বক্তব্য শুনে এই মামলায় কোনও নির্দেশ দেওয়া হবেনা৷ সরকারি কৌঁসুলির বক্তব্য শুনতে হবে৷ শুক্রবার সরকারের কথা আগে শোনা হবে৷ তারপর রায় ঘোষণা করার কথা বিবেচনা করা হবে৷

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version