Wednesday, August 27, 2025

প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার শিলিগুড়ি থেকে, ধৃত বাবা-মেয়ে

Date:

শিলিগুড়িঃ প্রায় ১ কোটি টাকার ব্রাউন সুগার পাচারের চেষ্টার অভিযোগে শিলিগুড়ি থেকে বাবা ও মেয়েকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়ি থানার শিবমন্দির এলাকায়।

শিলিগুড়ির ওই জোনের এসিপি চিন্ময় মিত্তাল জানান, গোপন সূত্রে, মাটিগাড়া থানার পুলিশের কাছে খবর আসে ঘোষপুকুরের দিক থেকে দুজন ব্রাউন সুগার নিয়ে মাটিগাড়ায় ঢুকছে। প্রসঙ্গত, ঘোষপুকুর হল দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার অধীন। আর শিবমন্দির হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার অন্তর্গত। গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে শিবমন্দির বাস স্ট্যান্ডে ফাঁদ পাতে পুলিশ। হাতে নাতে গ্রেফতার করা হয় দুজনকে।

ধৃতদের কাছ থেকে দু প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। একটি প্যাকেট ব্যাগ থেকে ও আর একটি প্যাকেট পকেটে ছিল। একটিতে ৫০০ গ্রাম ও অন্য প্যাকেটটিতে ৪০০ গ্রাম ব্রাউন সুগার ছিল। পুলিশ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ ব্রাউন সুগারের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

আরও পড়ুন : কালীপুজো থেকে ছটপুজো- রাজ্যে নিষিদ্ধ বাজি, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পুলিশ জানায়, ধৃতদের নাম মহেশ মালি ও অলকা বেগম। সম্পর্কে তারা বাবা ও মেয়ে। তারা মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। এসিপি আরও জানান, এর আগেও অলকা বেগম ও তার স্বামী মহম্মদ মইজুলকে গাঁজা সমেত গ্রেফতার করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ব্রাউন সুগারের প্যাকেটগুলি মালদা থেকে শিলিগুড়ি নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্য ছিল ধৃতদের। এই ঘটনায় আর কারা জড়িত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : আগামী বুধবার থেকেই রাজ্যে চলবে লোকাল ট্রেন: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version