Sunday, November 2, 2025

লোকাল ট্রেন চালানো নিয়ে রেল-রাজ্য তৃতীয়দিনের বৈঠকের আগেই বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মতে, বেশি করে ট্রেন চালালেই ভিড় কমবে৷ একটি ট্রেনে বেশি চাপ পড়বে না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকিও কমানো যাবে৷

বাংলায় লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে গত কয়েকদিন ধরেই রেল এবং রাজ্য সরকারের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে৷ কবে থেকে এবং কীভাবে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হবে, তা নিয়ে এ দিনই বৈঠক করে চূড়ান্ত হওয়ার কথা৷ কিন্তু কীভাবে লোকাল ট্রেনে ভিড় সামাল দেওয়া হবে, সেটাই রাজ্য এবং রেলের কাছে মূল চ্যালেঞ্জ৷
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, লকডাউন শুরু হওয়ার আগে যে সংখ্যক লোকাল ট্রেন চলত, তার ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন নিয়ে পরিষেবা শুরু হবে। পরে, বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে৷ হাওড়া এবং শিয়ালদহ থেকে অফিস টাইমে দৈনিক ২০০টি মতো লোকাল ট্রেন চালানো হতে পারে৷ কিন্তু এত কম সংখ্যক ট্রেন চালিয়ে যাত্রীদের মধ্যে দূরত্ব বিধি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷

আরও পড়ুন:কোভিড ছড়াতে বাংলায় মিছিল হচ্ছে, লক্ষ্মণরেখা অতিক্রম নয়: নাম না করে তোপ মমতার

বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, বেশি করে লোকাল ট্রেন চালালেই ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে৷ সেক্ষেত্রে একটি ট্রেনে ওঠার জন্য সবাই তাড়াহুড়ো করবেন না। ট্রেন চালানোর ক্ষেত্রে যাতে ভাল ভাবে স্বাস্থ্যবিধি মানা হয় এবং ট্রেনগুলিকে ঠিক মতো স্যানিটাইজ করা হয়, সেই পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রথমদিনের বৈঠকেই রাজ্য সরকার বলেছে, জনস্বাস্থ্যই তাদের কাছে প্রথম চিন্তার বিষয়।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version