Wednesday, November 12, 2025

shuvendu update : বিজেপিকে নতুন খোলা দোকানের ডাকাডাকি বলে কটাক্ষ শিশিরের

Date:

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছেই। গুঞ্জন বেড়েছে। সে গুঞ্জনকে পাত্তা দিতে রাজি নন শিশির অধিকারী। তবে ছেলেকে নিয়ে কেন রাজনৈতিক মহলে গুঞ্জন, তার নিরসনের দায় শুভেন্দুর উপরই ছেড়ে দিয়েছন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

নতুন কমিটি ঘোষণার পর শুভেন্দু প্রসঙ্গে শিশির অধিকারীর জবাব, প্রতিদিনই মিটিং করছেন, প্রতিদিনই জনসংযোগ করছেন। বসে থাকার কোনও পরিস্থিতিই নেই।

কিন্তু সভা করছেন প্রতীক কোথায়? এবার শিশিরের জবাব, প্রতীক তো নিশ্চিত আছে। প্রতীক না থাকলে মন্ত্রী আছেন কী করে? সভা উনি করতেই পারেন। একশোবার করবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক লাইনও মন্তব্য করেননি।

তবে ছেলেকে নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি বিতর্ক এড়িয়ে গিয়ে বলেছেন, জল্পনা তো হতেই পারে। জল্পনা কেন হচ্ছে, তার উত্তর একমাত্র উনিই দিতে পারবেন। নিজের আত্মীয় তথা রামনগরের বিধায়ক অখিল গিরি প্রসঙ্গেও শিশিরের সাফ কথা, ওঁর কথার জবাব আমি দেব না। কেন দেব না, সেটাও বলব না। ওঁর কথার যত কম উত্তর দেওয়া যায় ততই ভাল।

বিজেপি তো শুভেন্দুকে নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বসে আছে। এবার শিশির স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করে বলেন, নতুন দোকান খুললে অনেককেই ডাকাডাকি করে। কিন্তু আমি বলব পরীক্ষা করে মাল নিতে হবে!

জেলা কমিটি প্রসঙ্গে শিশিরের মন্তব্য, চেষ্টা করা হয়েছে তালমিল রেখে করার। কিছু ক্ষোভ আছে আমি জানি। সেসবও মিটে যাবে। সকলকে তো এক কমিটিতে নেওয়া সম্ভব নয়। আমাদের জেলা পরিষদ সহ অন্য আরও কমিটি আছে। সেসব জায়গায় অনেককে নেওয়া হবে। কোনও ক্ষোভ থাকবে না। পূর্ব মেদিনীপুরে চেয়ারম্যান ও সভাপতি শিশির অধিকারী। কো-অর্ডিনেটর হয়েছেন তিনজন, অর্ধেন্দু মাইতি, অখিল গিরি ও আনন্দময় অধিকারী।

আরও পড়ুন:Shuvendu update : এবার টেনে আনলেন ‘নেত্রী’র প্রসঙ্গ, কোন ইঙ্গিত শুভেন্দুর?

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version