Tuesday, November 4, 2025

কোভিড ছড়াতে বাংলায় মিছিল হচ্ছে, লক্ষ্মণরেখা অতিক্রম নয়: নাম না করে তোপ মমতার

Date:

কেউ কেউ অতিমারির নিয়ম মানছে না। কিছু কিছু রাজনৈতিক দল সংক্রমণ ছড়ানোর অভিসন্ধি নিয়ে অতিমারির আইন মানছে না। বৃহস্পতিবার, নবান্নে ভার্চুয়াল বৈঠক থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বলেন, ভদ্রতা বজায় রাখুন। লক্ষ্মণরেখা অতিক্রম করা উচিত নয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সরকারি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের স্ত্রী বা পরিবারের লোকজনকে দূরে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য সরকারকে বাদ দিয়ে সরকারি আধিকারিকদের এজেন্সির মাধ্যমে বিরক্ত করা হচ্ছে। “বলা হচ্ছে আয়কর, ভিজিলান্স ধরিয়ে দেব”। নির্বাচিত সরকারকে ডিঙিয়ে এসব করা যায় না বলে মন্তব্য করেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, কীভাবে আমাদের জুলুম করা হচ্ছে। সেটা আমরা দেশের মানুষকে জানিয়ে দিতে বাধ্য হব। এরপরেই তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান। বলেন, যে যার নিজের গণ্ডির মধ্যে থাকুন। এক্ষেত্রে কারও নাম করেননি তিনি। তবে, উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর বাগডোগরা বিমানবন্দরে ডিএম-এসপি-দের কী বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের জাতীয়তাবাদকে আঘাত করলে আমরা ছেড়ে কথা বলবো না”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, বহিরাগতদের বাংলা মেনে নেবে না, ছেড়ে কথা বলবেনা। মমতার অভিযোগ, অতিমারি আইন ভেঙে সভা করছে অনেক রাজনৈতিক দল। রাজ্যের বদনাম করতে চাইছে তারা। মুখ্যমন্ত্রীর কথায়, কোভিডের সময় ভালো কাজ করেছেন রাজ্যের অফিসাররা। কিন্তু তাদের নিন্দা করা হয়েছে কেন্দ্র। কেরালায় হঠাৎ করে সংক্রমণ বেড়েছে। কিন্তু তা নিয়ে কেউ কোনও মন্তব্য করছে না।

আরও পড়ুন:দেশের ৬ বিমানবন্দর গেল মোদি ঘনিষ্ঠ আদানিদের হাতে

কোভিডে রাজ্য কোনও সাহায্য পায়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ফের আমফানের টাকা না পাওয়া নিয়েও অনুযোগ করেন। এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার ডিএম এসপি সবাই ভালো কাজ করছেন বলে জানান মমতা। একই সঙ্গে দুর্গাপুজোয় বাংলার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনেও এইভাবেই উৎসব পালন করতে হবে। কোভিদ মৌসুমেও রাজ্য সরকার উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version