Saturday, August 23, 2025

ফের বন্দুকের শব্দে ঘুম ভাঙল উপত্যকার, রাতভর সেনা অভিযানে খতম এক জঙ্গি

Date:

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার চার জায়গায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। তারই পাল্টা দিয়ে রাতভর অভিযান চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। শুক্রবার এই তথ্য প্রকাশে আনা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পাম্পোরের লালপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা। খবর ছিল ওই এলাকায় গা ডাকা দিয়ে রয়েছে একাধিক সন্ত্রাসবাদি।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন সেনার উপস্থিতি বুঝতে পেরে এবং পিছু হঠবার জায়গা না পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। দু’পক্ষের গুলির লড়াই এর মাঝে পড়ে আহত হন দুজন সাধারণ নাগরিক। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে জোর কদমে শুরু হয় অভিযান। রাতভর চলে দু’পক্ষের গুলির লড়াই। ইতিমধ্যেই সেনার গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিযান এখনও চলছে। যদিও এখনও পর্যন্তও মৃত জঙ্গির পরিচয় প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন:“আমি আমন্ত্রণ করিনি, আসলে গান শোনাবো”, অমিত শাহ প্রসঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী

প্রসঙ্গত, চলতি বছরে লাগাতার অভিযান চলছে উপত্যকায়। এক বছরে ৭৫টি অপারেশন হয়েছে জম্মু-কাশ্মীরে। নিকেশ করা হয়েছে ১৮০ জঙ্গিকে। পাশাপাশি চলতি মাসের শুরুতে শ্রীনগরে এনকাউন্টারে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের অপারেশন চিফ ড. সাইফুল্লাহ। তার মৃত্যু উপত্যকায় বড় সাফল্য বলে মনে করছে ভারতীয় সেনা।

 

Related articles

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...
Exit mobile version