Saturday, November 8, 2025

অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা ফাঁকা করতে ২ কিলোমিটার দৌড়ালেন পুলিশকর্মী

Date:

কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ফাঁকা করতে, প্রায় ২ কিলোমিটার দৌড়ে গিয়েছেন তিনি। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছেন অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা এক ব্যক্তি। ওই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী হয়েছিল ওইদিন?
হায়দরাবাদের কোটির কাছে ডিউটি পড়েছিল কনস্টেবল জি বাবজির। তিনি জানিয়েছেন, ঘটনাটি সোমবারের। সন্ধ্যে ৬টা-সাড়ে ৬টা। অর্থাত্‍‌ প্রবল যানজটের সময়। তিনি হঠাৎ দেখতে পান, জিপিও জংশন ও কোটির মাঝে ভিড় রাস্তায় আটকে পড়েছে একটি অ্যাম্বুলেন্স। বাবজি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েন তিনি।

উপযাচক হয়ে তাঁর এই প্রচেষ্টা দেখে কনস্টেবলের জন্য হাততালি দিতে থাকেন গাড়ির চালকরা। বাবজি জানিয়েছেন, ‘অ্যাম্বুল্যান্সটি জিপিও জাংশনে যানজটে আটকে রয়েছে দেখে মনে হল আমাকেই কিছু করতে হবে। তখন আমি সামনের গাড়ির চালকদের কাছে অনুরোধ করতে থাকি অ্যাম্বুল্যান্সকে পথ ছেড়ে দেওয়ার জন্য। অনেক গাড়ির চালক আমার পিঠ চাপড়ে দিয়ে বলেছেন,, খুব ভালো কাজ করেছো। এতেই আমি দারুণ তৃপ্তি পেয়েছি।’

আরও পড়ুন: “আমি আমন্ত্রণ করিনি, আসলে গান শোনাবো”, অমিত শাহ প্রসঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী

দেখুন ভিডিও :

ভিডিও ভাইরাল হতেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। হায়দারাবাদের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) তাঁর প্রশংসা করে ট্যুইটারে লিখেছেন, ‘অফিসার বাবজি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ফাঁকা করছেন। খুবই ভালো কাজ। হায়দরাবাদ ট্রাফিক পুলিশ সর্বদা মানুষের সেবায়।

নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে বাবজির এই ভিডিও শেয়ার করেছে হায়দরাবাদ সিটি পুলিশ। সেইসঙ্গে পুলিশের তরফে তাঁকে পুরস্কৃত করা হয়েছে। কনস্টেবলের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version