Tuesday, November 4, 2025

আলু-পেঁয়াজের দামে রাশ টানতে সকাল থেকে শহর-জেলার বাজারে হানা ইবির

Date:

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে নাকাল রাজ্যবাসী। ক্রমশ নাগালের বাইরে যাচ্ছে আলু পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সবজি স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এহেন পরিস্থিতিতে এবার তৎপর হয়ে উঠল। শনিবার সকালে শহরের মানিকতলা বাজারে হানা দিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শুধু মানিকতলা নয় শহরের একাধিক বাজারে এদিন হানা দিয়েছেন ইবির আধিকারিকরা।

সরকারি টাস্কফোর্স দাম বেঁধে দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলে বারবার অভিযোগ এসেছে নানা মহল থেকে৷ একাধিক অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল আজ শনিবার মানিকতলা বাজারে অভিযান চালায়। ইবির তরফে ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয় পাইকারি ব্যবসায়ীরা ২৫ মেট্রিক টন পর্যন্ত এবং খুচরা ব্যবসায়ীরা ২ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ মজুদ রাখতে পারবেন। পাশাপাশি আলু বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট যে দাম বেঁধে দেওয়া হয়েছে তার বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:নোটবন্দি না পারলেও কালোটাকার কারবারিরা জব্দ করোনায়, সমীক্ষা রিপোর্ট

প্রসঙ্গত, বর্তমানে পাইকারি বাজারে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুচরা বাজারে তা খুব জোর ৫০ থেকে ৫৫ টাকা হওয়ার কথা। কিন্তু ১০০ টাকা কেজি দরে একাধিক জায়গায় পেঁয়াজ বিক্রির অভিযোগ উঠছে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে ৫০ টাকা কেজিতে। চন্দ্রমুখি ৪৬ থেকে ৫০ এর মধ্যে। সবজির দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পটল, টমেটোর মত সবজি ৮০ টাকা কিলো হয়ে গিয়েছে। কাঁচালঙ্কা কোথাও ২০০ তো কোথাও বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা সত্ত্বেও কোনওভাবেই সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। যার জেরেই চার দলে ভাগ হয়ে এদিন কলকাতা শহরতলি অঞ্চলে বাজারে অভিযান চালালো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version