Thursday, November 13, 2025

গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়, মামলা দায়ের মিলিন্দের বিরুদ্ধে

Date:

Share post:

গোয়ায় নগ্ন হয়ে দৌড়ানোর অভিযোগে মামলা রুজু হলো মিলিন্দ সোমনের বিরুদ্ধে। ভারতীয় সংবিধানের ২৯৪ (অশ্লীল কাজ অথবা গান), এবং আইটি আইনের ৬৭ ধারায় (ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল জিনিস পোস্ট করা) মামলা দায়ের করা হয়েছে অভিনেতা,মডেল, ফিটনেস প্রমোটার মিলিন্দের বিরুদ্ধে।

বুধবার গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়াতে দেখা গিয়েছে মিলিন্দ সোমনকে। ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে সেই ছবি টুইটারে নিজেই পোস্ট করেছিলেন তিনি। দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। এই নিয়ে সমালোচনার মুখেও পড়েন মিলিন্দ সোমন। আলিগড় খ্যাত চিত্রনাট্যকার অপূর্ব আসরানি সহ একাংশের নেটিজেন এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন? তাঁদের প্রশ্ন, মহিলা টপলেস হলে এফআইআর, পুরুষ নগ্ন হয়ে দৌড়ালে প্রশংসা কেন? কীসের এই দ্বিচারিতা? এরপরই কোলভা পুলিশ থানায় মিলিন্দ সোমনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দক্ষিণ গোয়ার পঙ্কজ কুমার সিং জানান, গোয়া সুরক্ষা মঞ্চ নামের এক এনজিওর তরফে এই অভিযোগ দায়ের করেছে।


প্রসঙ্গত, গোয়ার সংরক্ষিত চাপোলি বাঁধে ‘অশ্লীল’ ভিডিও শুট করেছিলেন পুনম পাণ্ডে। বুধবারই গোয়ায় ক্যানাকোনা থানায় এফআইআর দায়ের হয় পুনম পাণ্ডের বিরুদ্ধে। অশ্লীল’ ভিডিও শুটিংয়ের অভিযোগে। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় তাঁকে। ওইদিনই পুনম পাণ্ডে এবং তাঁর স্বামী স্যাম বম্বে বৃহস্পতিবার রাতে ২০,০০০ টাকার পৃথক ব্যক্তিগত বন্ডে জামিন পান। মডেল-অভিনেত্রী এবং তাঁর স্বামীর জামিন মঞ্জুর করেছেন ক্যানাকোনার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তাঁরা গোয়া ছাড়তে পারবেন না।

আরও পড়ুন:দুই থেকে তিন হচ্ছেন পর্দার ওম-তোড়া, মা হতে চলেছেন মধুবনী

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...