Wednesday, November 12, 2025

সৌরভ না শুভেন্দু, বিজেপির একুশে মুখ কে? জানিয়ে দিলেন অমিত শাহ

Date:

একুশে বাংলা দখলের লড়াইয়ে বিজেপির মুখ কে? কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে তৃণমূলের মতো দোর্দণ্ডপ্রতাপ দলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতে গেরুয়া শিবির? বিহারের থেকেও বাংলা দখলের লড়াইয়ে বেশি মনোযোগী বিজেপি। কিন্তু বঙ্গ বিজেপির ম্যানেজারদের মধ্যে কাউকেই পছন্দ নয় সর্বভারতীয় বিজেপির। কারণ, বাংলায় বিজেপিকে যাঁরা নেতৃত্ব দেন, বঙ্গবাসীর মধ্যে তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন আছে! আর সেই কারণেই তো বারেবারে অমিত শাহদের দিল্লি থেকে হেলিকপ্টারে বাংলায় উড়ে আসতে হয়!

আসলে বঙ্গ বিজেপি-র মাকাল ফল, তা আলবাত জানে দিল্লির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই মেইন স্ট্রিম-এর বাইরে গিয়ে অন্য কাউকে যদি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা যায় সে ভাবনা দীর্ঘদিনের। আর সেই জায়গা থেকেই খুব স্বাভাবিকভাবেই অমিত শাহের কাছে প্রশ্ন ছিল, বাংলায় আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? যাঁকে দেখে মানুষ আপনাদের ক্ষমতায় আনবে? ২০১১ সালে পরিবর্তনের বছরে বামেদের বিরুদ্ধে মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার বিরুদ্ধে বিজেপির মুখ কে?

বাংলা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুটি নাম জোরালো ভাবে ঘোরাফেরা করছে। এক, সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই, শুভেন্দু অধিকারী। ফলে একুশে বাংলায় বিজেপির মুখ কে? সৌরভ গঙ্গোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নই করা হয়েছিল অমিত শাহকে। তার জবাবও খোলাখুলি দিলেন সর্বভারতীয় বিজেপি সেকেন্ড ম্যান।

আরও পড়ুন- হাথরসকাণ্ডের পর আদিবাসী বাড়িতে খাওয়া-দাওয়া অমিত শাহের কমেডি শো! কটাক্ষ অধীরের

সৌরভ বা শুভেন্দু, তাঁরা কি হচ্ছেন বিজেপির মুখ? শুক্রবার অমিত শাহ বলেন, ”দুটো নামেই সীমিত নেই। অনেক লম্বা তালিকা। আমার সঙ্গে কারও কথা হয়নি।”

এরপরই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলেছেন সেই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন,”মুখ্যমন্ত্রীর মুখ দলের সভাপতি নির্বাচন করবেন। সংসদীয় বোর্ড আছে। অনেক জায়গায় তো মুখ ছাড়াই লড়েছি। এই দেখুন না উত্তরপ্রদেশেও তো কোনও মুখ ছিল না। তাও তিন চতুর্থাংশ আসন পেয়েছি। বাংলাতেও আমার হতে পারে!”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version