Tuesday, November 4, 2025

পরাজিত ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লেই ডিভোর্সের পথে হাঁটবেন মেলানিয়া!

Date:

অনেক লড়াই করে, হুঙ্কার ছেড়েও শেষরক্ষা হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে শেষপর্যন্ত হারের মুখই দেখতে হয়েছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এখন খনিকের অতিথি তিনি। সত্যি, সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। গোদের উপর বিষ ফোঁড়ার মতো নাকি এবার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে সদ্য পরাজিত ট্রাম্পের। ট্রাম্প ঘনিষ্ঠ হোয়াইট হাউসের এক প্রাক্তন আধিকারিক এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন।

ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার মধ্যে দ্রুত সম্পর্কে ছেদ পড়তে চলেছে। বিষয়টি নাকি অনেক দূর গড়িয়ে গিয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের জন্য কার্যত দিন গুনছেন বিদায়ী ফার্স্ট লেডি। হোয়াইট হাউস থেকে বেরোলেই বিচ্ছেদ হবে তাঁদের।

কিন্তু এখনই কেন সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন না? হোয়াইট হাউসের “পাবলিক লিয়াজঁ” দফতরের প্রাক্তন আধিকারিক নিউম্যানের দাবি, হোয়াইট হাউসে থাকাকালীন বিচ্ছেদ হলে ক্ষমতার অপব্যবহার করে তাঁর স্বামী ক্ষতি করবেন বলে আশঙ্কা করছেন মেলানিয়া। তাই আপাতত অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন:বাংলা সিটিজেন্স ফোরামের সভা জমিয়ে দিলেন রুদ্রনীল

আরও জানা গিয়েছে, সন্তান ব্যারনের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তাঁর মা। সম্পত্তির ভাগে ব্যারনের সমান অধিকার থাকা নিয়ে ধনকুবের স্বামীর সঙ্গে দীর্ঘ দর কষাকষি হয়েছে মেলানিয়ার। প্রাক্তন স্ত্রী মার্লা মেপলসের সঙ্গে একটি চুক্তি রয়েছে বিদায়ী প্রেসিডেন্টের। তা অনুযায়ী, দ্বিতীয় স্ত্রী মার্লা প্রাক্তন স্বামীর সমালোচনা করে প্রকাশ্যে কিছু বলতে পারবেন না বা বইও লিখতে পারবেন না। মেলানিয়াও এরকমই শর্তাধীন চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হয়েছেন বলেও দাবি করা হচ্ছে ট্রাম্পের তরফে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version