Monday, November 10, 2025

বাড়ি তল্লাশির পর অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবীকে তলব নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

Date:

দীর্ঘ ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হল অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে। ৯ নভেম্বর সকালেই অর্জুনের আন্ধেরি, বান্দ্রা এবং খারের বাড়িতে তল্লাশি চালায় নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। তল্লাশির পর অভিনেতা ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের যাবতীয় বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্ত করেছে এনসিবি। আগামী ১১ তারিখ, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁদের দুজনকে।

আরও পড়ুন : বিপাকে অর্জুন রামপাল, অভিনেতার বাড়িতে তল্লাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

প্রসঙ্গত, কয়েকদিন আগেই অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিয়ালোস ডেমেট্রিয়াডেসকে, মাদক সমেত গ্রেফতার করেছিল এনসিবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। অভিযোগ, অ্যাজিসিয়ালোস বেশ কয়েকজন ড্রাগ পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। শুধু তাই নয়, এনসিবির জোনাল ডিরেক্টর জানিয়েছিলেন, সুশান্ত-রিহা চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, তাদের সংস্পর্শে ছিলেন অ্যাজিসিয়ালোস। এই ঘটনার পর থেকেই সন্দেহের আওতায় ছিলেন বলিউড অভিনেতা।

আরও পড়ুন : বাড়ি থেকে উদ্ধার মারিজুয়ানা, গ্রেফতার বলিউড প্রযোজকের স্ত্রী

এদিকে রবিবার তল্লাশি চালানো হয়েছে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতে। গ্রেফতার করা হয় ফিরোজের স্ত্রী শাবানা সইদ সহ চার জনকে। তল্লাশি চালিয়ে ৬ কিলোগ্রাম মারিজুয়ানা ও মেফেড্রোন (MD) উদ্ধার করা হয়েছে প্রযোজকের বাড়ি থেকে। NCB আধিকারিক সমীর ওয়াংখেড়ে সংবাদ সংস্থা PTI কে জানান, প্রযোজককে সমন পাঠানো হয়েছিল কিন্তু তিনি আসেননি।

আরও পড়ুন : সুশান্ত মৃত্যু: সংবাদমাধ্যম, অ্যাঙ্করদের জবাব তলব দিল্লি হাইকোর্টের

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগের পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক কলাকুশলীর নাম। জেরা করা হয় বেশ কয়েকজনকে। তাদের মধ্যে রয়েছেন শীর্ষস্তরের কয়েকজন অভিনেত্রী। এবার জুড়ল আরও বড় নাম। অর্জুন রামপাল। সেই সূত্রেই সোমবার অভিনেতার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version