প্রথমে রাজীব, তারপর কিষাণ। দুই বিবাহবিচ্ছেদের পর তৃতীয়বার শ্রাবন্তীর ঘর ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। এরইমধ্যে জীবনে ‘দ্বিতীয় সন্তান’ আসার গল্প শোনালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে। সে বিষয়ে অবশ্য বাক্যব্যয় করেননি অভিনেত্রী। বরং তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল বলছে অন্য কথা। তবে কি দাদা হচ্ছে ঝিনুক?
গত কয়েকদিন ধরে শ্রাবন্তী এবং রোশনের সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। জানা গিয়েছে এক সঙ্গে থাকছেন না দুজনে। বিবাহবিচ্ছেদের সুর বেশ জোরালো। কিন্তু রোশনের সঙ্গে জিম খোলার স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী। সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু নতুন জিম নিয়ে রোশনের প্রতিক্রিয়া অবশ্য জানা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দিলেও বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে নিশ্চুপ শ্রাবন্তী।
আরও পড়ুন:সুশান্ত মৃত্যু: সংবাদমাধ্যম, অ্যাঙ্করদের জবাব তলব দিল্লি হাইকোর্টের