Wednesday, November 26, 2025

ট্রেনে উঠে গন্তব্য বদল! রাজ্যপালের গতি প্রকৃতিতে ফের প্রশ্ন

Date:

ট্রেনে আচমকা আলাপেই নিজের গন্তব্য বদলে ফেললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুর্শিদাবাদ সফরে নির্ধারিত পথ বদলে সোজা চলে গেলেন সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। সৌজন্যে স্কুলে শিক্ষিকা চন্দ্রানী হালদার। সেই সঙ্গে দেদার স্কুল তহবিলে দানও (donation) করলেন। আবার স্কুলে অনুদানেরও ঘোষণা করে দিলেন। ট্রেন বা জলপথের সফরে বহু মানুষের সঙ্গে আলাপ, মত বিনিময় হলেও তাঁদের ডাকে কতটা সাড়া দেন সি ভি আনন্দ বোস (C V Ananda Bose), তা নিয়ে সন্দেহ থাকে। তবে এবার শিক্ষিকা বলেই কি আহ্বান উপেক্ষা করলেন না রাজ্যপাল (Governor), উঠেছে প্রশ্ন।

কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে জিয়াগঞ্জ (Jiaganj) আসছিলেন এস এন হাই স্কুলের (S N High School) শিক্ষিকা চন্দ্রানী হালদার। সেই ট্রেনেই সহযাত্রী ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি রাজ্যপালের পাশের সিটেই ছিলেন। নিরাপত্তারক্ষীরা চন্দ্রানীকে সামান্য সরে বসার অনুরোধ করেন। তাতে আপত্তি জানান রাজ্যপাল নিজে। সেই আসন দিয়েই আলাপের শুরু। আলাপচারিতার এক ফাঁকেই শিক্ষিকা চন্দ্রানী নিজের স্কুলের পক্ষ থেকে রাজ্যপালকে (Governor) তাঁর বিদ্যালয় পরিদর্শনের জন্য  আমন্ত্রণ জানান।

আরও পড়ুন : অরিজিৎ-রাজ্যপাল সাক্ষাতে জমজমাট জিয়াগঞ্জ

​রাজ্যপালের দফতর সূত্রে খবর, চন্দ্রানীর সেই আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়েই বুধবার রাজ্যপাল আচমকা পৌঁছে যান জিয়াগঞ্জের ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। শিক্ষিকা ও পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যপাল। তিনি স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেন। স্কুলেই ১০ হাজার টাকার চেক স্বাক্ষর করে দিয়ে দেন। এর পাশাপাশি, স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যপাল ব্যক্তিগত উদ্যোগেই ২ লক্ষ টাকা আর্থিক অনুদানও ঘোষণা করেন। ​এই স্কুল থেকে তিনি যান অরিজিৎ সিং-এর ওয়ার্কশপে।

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...
Exit mobile version