দু’দিনের ঝটিকা সফরে মুর্শিদাবাদে এসে মঙ্গলবার সকালেই জিয়াগঞ্জে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিনভর ব্যস্ত সূচির মধ্যেও তাঁর সফরে দেখা গেল একের পর এক চমক। বলিউড গায়ক অরিজিৎ সিং-এর পরিচালিত গান ও থিয়েটারের ওয়ার্কশপে উপস্থিতি, এরপর অনির্ধারিত কর্মসূচিতে স্থানীয় এক স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা—সব মিলিয়ে দিনটি সরগরম ছিল জিয়াগঞ্জে।
জিয়াগঞ্জের মহাবীর জৈন কালচারাল হলে অদিতি সুর সাধনালয়ের আয়োজিত এই ওয়ার্কশপে ছিল উপচে পড়া ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শো ছাত্রছাত্রী অংশ নেয় অনুষ্ঠানে। ওয়ার্কশপে প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন খ্যাতনামা নাট্যশিল্পী মার্কন্ডে দেশপান্ডে। পাশাপাশি অরিজিৎ সিং, পূর্বায়ন চ্যাটার্জি ও ওজাস আধিয়ার মতো প্রখ্যাত শিল্পীদের কাছ থেকে সঙ্গীত ও থিয়েটারের বিশেষ তালিম পাওয়ার সুযোগ মিলবে অংশগ্রহণকারীদের। রাজ্যপাল এবং অরিজিৎ সিং-কে এক নজর দেখতে সকাল থেকেই জিয়াগঞ্জের রাস্তায় জমে ছিল জনসমুদ্র।
দিনের শুরুতে রানাঘাট থেকে ট্রেনে বহরমপুরে পৌঁছে রাজ্যপাল সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর সড়কপথে জিয়াগঞ্জে যান তিনি। ওয়ার্কশপের পর শহরের বিভিন্ন অলিগলি ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথোপকথনেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন- সুপ্রিম-নির্দেশ বড়া বালাই: আধার বাধ্যতামূলক করার পথে নির্বাচন কমিশন
_
_
_
_
_
_