আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে টি২০ বিশ্বকাপ( T20 World Cup 2026)। ভারত ও পাকিস্তান যে একই গ্রুপে খেলবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। মঙ্গলবার তাতে সরকারি সিলমোহর দিল আইসিসি( ICC)। আগামী ১৫ ফেব্রুয়ারি হবে শ্রীলঙ্কায় হবে মেগা ম্যাচ। পাশাপাশি ভারতের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, নাবিবিয়া এবং আমেরিকা।
ভারত বিশ্বকাপ ( T20 World Cup 2026)অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে, ১২ ফেব্রুয়ারি তাদের পরের ম্যাচ নাবিবিয়ার বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে ডাচদের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি। চারটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সুপার আটে উঠবে। ফাইনাল ম্যাচের ভেন্যু হিসাবে থাকছে দুটি মাঠ। আহমেদাবাদ ও কলম্বো। পাকিস্তান ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে কলম্বোতে।
টি২০ বিশ্বকাপ ২০২৬-র গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’-ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নাবিবিয়া, আমেরিকা
গ্রুপ ‘বি’-অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবোয়ে
গ্রুপ ‘সি’-ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ , বাংলাদেশ, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’-নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি
ভারতের ম্যাচের ভেন্যু
ভারত বনাম আমেরিকা- মুম্বই(৭ ফেব্রুয়ারি)
ভারত বনাম নাবিবিয়া- দিল্লি (১২ ফেব্রুয়ারি)
ভারত বনাম পাকিস্তান- কলম্বো (১৫ ফেব্রুয়ারি)
ভারত বনাম নেদারল্যান্ডস- আহমেদাবাদ (১৮ ফেব্রুয়ারি)