Tuesday, August 12, 2025

বম্বে হাইকোর্টে মিলল না জামিন, আপাতত জেলই নিয়তি অর্ণবের

Date:

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার হওয়া অর্ণব গোস্বামীর জামিনের আবেদন সোমবার খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। যদিও আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত অর্ণব গোস্বামী এই মামলায় জামিনের আবেদন করতে পারবেন নিম্ন আদালতে। ফলস্বরূপ নিম্ন আদালতে আবেদন ও সেখানকার রায়ের ভিত্তিতে নির্ধারিত হবে অর্ণবের ভাগ্য। তবে এটা স্পষ্ট যে আপাতত জেলেই থাকতে হচ্ছে রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামীকে।

২০১৮ সালে এক ইন্টেরিয়র ডিজাইনার ও তার মায়ের আত্মহত্যার ঘটনায় গত ৪ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল অর্ণব গোস্বামীকে। গ্রেফতারের পর থেকে বর্তমানে জেল হেফাজতের করেছেন তিনি। যদিও অর্নবের অভিযোগ এই গ্রেপ্তারি সম্পূর্ণ বেআইনি। ফলস্বরূপ এই মামলায় জামিন পেতে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন অর্ণব গোস্বামী। সোমবার তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল আদালতের তরফে। জেল থেকে মুক্তি পেতে বর্তমানে অর্নবের কাছে আপাতত খোলা রয়েছে নিম্ন আদালতের রাস্তা। সোমবার দুপুরেই সেখানে জামিনের আবেদন করেছেন তিনি। জানা গিয়েছে, আগামী চার দিনের মধ্যে অর্ণবের জামিনের আবেদন খতিয়ে দেখে মামলার রায় ঘোষণা করবে নিম্ন আদালত।

আরও পড়ুন:একুশের ভোটের রূপরেখা তৈরি হলো, দিল্লিতে বৈঠক সেরে দিলীপ

অন্যদিকে গ্রেফতারের পর থেকেই জেল হেফাজতে অর্ণব গোস্বামীকে আলাদাভাবে রাখা হয়েছিল আলিবাগ জেলের কোভিড-১৯ কেন্দ্রে। সম্প্রতি সেখানে মোবাইল ফোন ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি জেল কর্তৃপক্ষের নজরে পড়ার পরই রায়গড়ের তলোজা জেলে স্থানান্তরিত করা হয়েছে রিপাবলিক টিভির ওই সঞ্চালককে। এ প্রসঙ্গে রায়গড় ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, সম্প্রতি জেল হেফাজতে থাকাকালীন অর্ণব গোস্বামী অন্য একজন ব্যক্তির মোবাইল ব্যবহার করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তার গতিবিধি নজরে পড়েছে। যার জেরেই এই সিদ্ধান্ত।

 

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version