সৌমিত্রের প্লাজমাফেরোসিস হচ্ছে না, ট্রাকিওস্টোমি নিয়ে আলোচনা মেডিকেল বোর্ডে

আজ সোমবার, বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমাফেরোসিস করার কথা ছিল। কিন্তু তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকরা । এনিয়ে অন্যান্য বিশেষজ্ঞের মতামত নিচ্ছেন তারা।
তবে ট্রাকিওস্টোমি করা হতে পারে। অবশ্য অভিনেতার বয়সের কথা মাথায় রেখে এই ব্যাপারে আরও সময় নিতে চাইছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহের প্রথমদিকে এনিয়ে একটা চেষ্টা করা হবে।

সৌমিত্রের মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতার কোনও উন্নতি হয়নি। গ্লাসগো কোমা স্কেলের সূচক ১০-১১ এর মধ্যে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন-বন্দিদশায় ফোন ব্যবহারের গুরুতর অভিযোগ, ‘পৃথকবাস’ ছেড়ে পাকাপাকি জেলযাত্রা অর্ণবের

রবিবার ডায়ালিসিস হয়েছে। শরীরের অন্যান্যআআর পারামিটারও স্থিতিশীল রয়েছে।

Previous articleহুগলিতেও রাজনীতির নয়া সমীকরণ? শুভেন্দুর সমর্থনে ব্যানার
Next articleপর্যটকদের জন্য সুখবর! নভেম্বরেই চলতে পারে টয় ট্রেন