করোনা সংক্রমণের প্রমাণ নেই, নির্দেশ মেনে সিবিআই দফতরে এনামুল

আদালতের নির্দেশ মতো সোমবার সকালে সিবিআই দফতরের হাজিরা দিলেন গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হক। তদন্তকারী অফিসার সামনে তাঁকে হাজিরা দিতে বলেছিল আদালত।

শনিবারই ধৃত এনামুলকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে এসে জেরা করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন তিনি। সোমবার সকালে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন সকালে সিবিআই দফতরে হাজির হন এনামুল। অভিযোগ, তিনি করোনা হয়েছে দাবি করলেও সে বিষয়ে কোনো উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেননি। এদিন এনামুলের পাশাপাশি ডাকা হয়েছে আর একজন প্রভাবশালী ব্যবসায়ীকে। এঁর নাম তদন্তের প্রথম থেকেই উঠে আসছিল। এদিন দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা সিবিআইয়ের।

আরও পড়ুন : ফের বাগদাদে হামলা জঙ্গিদের, মৃত ১১