Friday, November 14, 2025

দূষণ রোধে দিল্লিতে দিওয়ালিতে বন্ধ বাজি

Date:

Share post:

দূষণ রোধে সোমবার থেকেই দিল্লিতে সব রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত। ৩০ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্‍ থাকবে। যে সব শহরে দূষণ কম, দীপাবলির সময় সেখানে দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট রাজ্য বাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেবে বলে জানানো হয়েছে।

হরিয়ানা সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, দীপাবলি ও গুরুপরবের সময় রাত ৮টা থেকে ১০টা বাজি পোড়ানো যাবে।  বড়দিন ও নববর্ষে রাত ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে তারা।

করোনা সংক্রমণ ও বায়ুদূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করে ৫ নভেম্বর রায় দিয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এবছরের জন্য সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল। কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রী ও ছটপুজোয় বাজি পোড়ানো ও বিক্রি করা যাবে না। এই নির্দেশ নিশ্চিত করতে পুলিশকে দায়িত্ব নিতে বলেছে আদালত।

একইসঙ্গে, দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজো করার কথা বলা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এর আগে বাজি বিক্রি নিষিদ্ধ করে রাজস্থান সরকারও। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, রাজ্যের মানুষের জীবন রক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ। সেই কারণেই দূষণ এড়াতে দীপাবলিতে বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এইবার সেই পথে হেঁটে দিল্লিতে নিষিদ্ধ বাজি।

আরও পড়ুন:মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পর নাম বদলাচ্ছে জাহাজ মন্ত্রকের, জানালেন মোদি

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...