Saturday, August 23, 2025

দূষণ রোধে সোমবার থেকেই দিল্লিতে সব রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত। ৩০ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্‍ থাকবে। যে সব শহরে দূষণ কম, দীপাবলির সময় সেখানে দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট রাজ্য বাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেবে বলে জানানো হয়েছে।

হরিয়ানা সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, দীপাবলি ও গুরুপরবের সময় রাত ৮টা থেকে ১০টা বাজি পোড়ানো যাবে।  বড়দিন ও নববর্ষে রাত ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে তারা।

করোনা সংক্রমণ ও বায়ুদূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করে ৫ নভেম্বর রায় দিয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এবছরের জন্য সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল। কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রী ও ছটপুজোয় বাজি পোড়ানো ও বিক্রি করা যাবে না। এই নির্দেশ নিশ্চিত করতে পুলিশকে দায়িত্ব নিতে বলেছে আদালত।

একইসঙ্গে, দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজো করার কথা বলা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এর আগে বাজি বিক্রি নিষিদ্ধ করে রাজস্থান সরকারও। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, রাজ্যের মানুষের জীবন রক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ। সেই কারণেই দূষণ এড়াতে দীপাবলিতে বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এইবার সেই পথে হেঁটে দিল্লিতে নিষিদ্ধ বাজি।

আরও পড়ুন:মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পর নাম বদলাচ্ছে জাহাজ মন্ত্রকের, জানালেন মোদি

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version