Sunday, January 11, 2026

পর্যটকদের জন্য সুখবর! নভেম্বরেই চলতে পারে টয় ট্রেন

Date:

Share post:

পর্যটকদের জন্য সুখবর!রাজ্য সরকার সবুজ সংকেত দিলে নভেম্বরেই ফের টয় ট্রেনে জয় রাইড চালু হতে পারে।

সোমবার শিলিগুড়ি জয়ে টয় ট্রেনে সুকনা থেকে রংটং অব্ধি লাইনের পরিস্থিতি খতিয়ে দেখে এ কথা জানান উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়। তবে চালু হলেও প্রথম পর্যায়ে ট্রেনের আসনের ৩০ শতাংশ যাত্রী নিয়ে টয় ট্রন চালানো হবে। করোনা অতিমারির সময় থেকেই বন্ধ রয়েছে দার্জিলিংয়ের ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন। এরপরে আনলক পর্বে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হলেও এখনো বন্ধ রয়েছে দার্জিলিংয়ের ট্রয় ট্রেন। আনলক পর্বে পাহাড়ে পর্যটন শিল্পকে সরকারের কোভিড গাইডলাইন মেনে স্বাভাবিক কেন কাজ শুরু করেছে সরকার। ইতিমধ্যে ভরা পর্যটন মরশুমে পাহাড়ে ফের পর্যটকরা আস্তে শুরু করলেও এখনো বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবা। যার ফলে পাহাড়ে আসা পর্যটকরা দার্জিলিং সফরে এসেও টয় ট্রেন জয় রাইড থেকে বঞ্চিত হচ্ছে। আর এই বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যেই রেলের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্য সরকারের অনুমতির জন্য চিঠি দেওয়া হয়েছে। রাজ্য় বিষয়টি দেখছে।

পরিষেবা যাতে খুব শীঘ্রই চালু করা যায় সে জন্য সমস্ত রকম প্রস্তুতি রাখতে সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় সহ কাটিহার ডিভিশনের ডিআরএম রবীন্দ্র কুমার ভার্মা পরিদর্শনে আসেন। এদিন সকালে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সরাসরি তিনি সুকনায় গিয়ে ট্রেনে করে রংটং এ যান। একই সঙ্গে তারা টেনের সফরে তিনি টয়ট্রেনের বর্তমানে ট্র‍্যাকের অবস্থা এবং কাজকর্ম সহ স্টেশনের বর্তমান পরিকাঠামো সবকিছুই জেনারেলের আধিকারিকদের কাছ থেকে। এরপরই রংটং স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেনারেল ম্যানেজার বলেন, টয় ট্রেন পরিষেবাকে চালু করতে প্রস্তুত রয়েছে রেল। তবে এই মুহূর্তে সামাজিক দূরত্ব বৃদ্ধি যাতে সঠিকভাবে পালন করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে টয়ট্রেন কোচের ৩০ শতাংশ যাত্রী নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আপাতত জয় রাইড পরিষেবা চালু করা হবে। ইতিমধ্যেই রেলের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের মারফত রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের ডিমান্ড এলেই জয়রাইড পরিষেবা চালু করবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ ডি এইচ আর।

আরও পড়ুন-হুগলিতেও রাজনীতির নয়া সমীকরণ? শুভেন্দুর সমর্থনে ব্যানার

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...