Thursday, August 21, 2025

ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মোড়কে মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে সভা শুভেন্দু অধিকারীর। গোকুলনগরে সভায় ৫০ হাজার জমায়েতের টার্গেট রয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ‘দাদার অনুগামী’দের উপস্থিত হওয়ার কথা। বাড়তি উৎসাহে সোমবার থেকেই উত্তরবঙ্গের লোকজন আসতে শুরু করেছেন বলে সূত্রের খবর। তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কোলাঘাট, তমলুক, নন্দকুমার, চণ্ডীপুর, হলদিয়া ও কাঁথির বিভিন্ন লজ ও গেস্ট হাউজে। বাইরে থেকে যাওয়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নন্দীগ্রাম কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে তৃণমূলের তরফে নন্দীগ্রামের হাজরাকাটায় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটের সময়। সেখানে প্রধান বক্তা ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম এর ব্যানার পোস্টারে ছেয়ে গিয়েছে নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুর।

আরও পড়ুন:একুশের ভোটের রূপরেখা তৈরি হলো, দিল্লিতে বৈঠক সেরে দিলীপ

নন্দীগ্রাম তিনটি সভা মঞ্চ তৈরি করা হচ্ছে। বেশ কয়েক জায়গায় বড়ো বড়ো এলইডি লাগানো হচ্ছে। পাঁচটির বেশি ড্রোন ক্যামেরা থাকছে। বায়ো টয়লেট আনা হয়েছে বেশ কিছু। পানীয় জলের গাড়ি ও পানীয় জলের পাউচ ও থাকছে। থাকছে তিনশো ভালেন্টিয়ার। জেলার বিভিন্ন প্রান্তে বড়ো বড়ো গেট তৈরি করা হয়েছে। সভা থেকে শুভেন্দু অধিকারী কী বার্তা দেন এখন গোটা রাজ্য রাজনীতির নজর সেদিকেই।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version