Thursday, August 21, 2025

মেগা ফাইনালের আগে বোল্টের ফিটনেস নিয়ে আশ্বস্ত করলেন রোহিত

Date:

Share post:

আইপিএলের ইতিহাসে অন্যতম ‘নবীন’ দল দিল্লি ক্যাপিটালস। পন্ত,শ্রেয়স,পৃথ্বীর মতন তরুন প্রজন্মের প্রতিভাদের নিয়ে তৈরি তাদের দল। ২০১৯ মরসুমে তারা তৃতীয় স্থানে শেষ করে। এখন পর্যন্ত তারা আইপিএলের ট্রফি ঘরে তুলতে পারেনি। এবার যদিও ফাইনালে উঠেছে তারা।
নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট মরসুমে এখন পর্যন্ত ২২ টি উইকেট নিয়েছেন। প্রথম কোয়ালিফায়ারে রোহিতের দলের এই বোল্টের বলেই বিপদে পড়ে দিল্লি। বোল্টের পরপর দুটি বলে দুটি উইকেট নেওয়ার ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি।  যে কোন পরিবেশে বলকে সুইং করানোর ক্ষমতা রাখেন বোল্ট। আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে বোল্ট অন্যতম সফলতম বোলার।

আরও পড়ুন- “তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মেগা ফাইনালে আদৌ কি দেখা যাবে বোল্টের জাদু। সব জল্পনার অবসান ঘটিয়েছেন রোহিত নিজেই।
মেগা ফাইনালের আগেরদিন বোলিং বিভাগে তাঁর অন্যতম সেরা অস্ত্রকে নিয়ে আশার কথা শুনিয়েছেন ‘হিটম্যান’। ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিত জানালেন, ‘ট্রেন্ট বোল্ট সুস্থ আছে। ও আজ গোটা দলের সঙ্গে প্র্যাকটিস সেশনেও অংশ নিয়েছে। গত দু’দিনে ও অনেকটা ভালো হয়ে উঠেছে। আশা করি আগামীকাল মাঠে নামতে কোনও সমস্যা হবে না।’ বুমরাহর সঙ্গে জুটি বেঁধে বোল্টের বোলিং ইতিমধ্যেই রাতের ঘুম কেড়েছে বিপক্ষ দলের।
উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ারে দিল্লি শিবিরে প্রাথমিক ভাঙন ধরালেও বোল্ট তাঁর চার ওভার সম্পূর্ণ করতে পারেননি। চোটের কারণে দিল্লি ইনিংসের ১৪তম ওভারে মাঠ ছাড়েন কিউয়ি পেসার। এরপর আর মাঠে নামতে পারেননি বোল্ট।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...