Tuesday, May 6, 2025

আইপিএলের ইতিহাসে অন্যতম ‘নবীন’ দল দিল্লি ক্যাপিটালস। পন্ত,শ্রেয়স,পৃথ্বীর মতন তরুন প্রজন্মের প্রতিভাদের নিয়ে তৈরি তাদের দল। ২০১৯ মরসুমে তারা তৃতীয় স্থানে শেষ করে। এখন পর্যন্ত তারা আইপিএলের ট্রফি ঘরে তুলতে পারেনি। এবার যদিও ফাইনালে উঠেছে তারা।
নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট মরসুমে এখন পর্যন্ত ২২ টি উইকেট নিয়েছেন। প্রথম কোয়ালিফায়ারে রোহিতের দলের এই বোল্টের বলেই বিপদে পড়ে দিল্লি। বোল্টের পরপর দুটি বলে দুটি উইকেট নেওয়ার ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি।  যে কোন পরিবেশে বলকে সুইং করানোর ক্ষমতা রাখেন বোল্ট। আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে বোল্ট অন্যতম সফলতম বোলার।

আরও পড়ুন- “তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মেগা ফাইনালে আদৌ কি দেখা যাবে বোল্টের জাদু। সব জল্পনার অবসান ঘটিয়েছেন রোহিত নিজেই।
মেগা ফাইনালের আগেরদিন বোলিং বিভাগে তাঁর অন্যতম সেরা অস্ত্রকে নিয়ে আশার কথা শুনিয়েছেন ‘হিটম্যান’। ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিত জানালেন, ‘ট্রেন্ট বোল্ট সুস্থ আছে। ও আজ গোটা দলের সঙ্গে প্র্যাকটিস সেশনেও অংশ নিয়েছে। গত দু’দিনে ও অনেকটা ভালো হয়ে উঠেছে। আশা করি আগামীকাল মাঠে নামতে কোনও সমস্যা হবে না।’ বুমরাহর সঙ্গে জুটি বেঁধে বোল্টের বোলিং ইতিমধ্যেই রাতের ঘুম কেড়েছে বিপক্ষ দলের।
উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ারে দিল্লি শিবিরে প্রাথমিক ভাঙন ধরালেও বোল্ট তাঁর চার ওভার সম্পূর্ণ করতে পারেননি। চোটের কারণে দিল্লি ইনিংসের ১৪তম ওভারে মাঠ ছাড়েন কিউয়ি পেসার। এরপর আর মাঠে নামতে পারেননি বোল্ট।

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version