Wednesday, August 27, 2025

আইপিএলের ইতিহাসে অন্যতম ‘নবীন’ দল দিল্লি ক্যাপিটালস। পন্ত,শ্রেয়স,পৃথ্বীর মতন তরুন প্রজন্মের প্রতিভাদের নিয়ে তৈরি তাদের দল। ২০১৯ মরসুমে তারা তৃতীয় স্থানে শেষ করে। এখন পর্যন্ত তারা আইপিএলের ট্রফি ঘরে তুলতে পারেনি। এবার যদিও ফাইনালে উঠেছে তারা।
নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট মরসুমে এখন পর্যন্ত ২২ টি উইকেট নিয়েছেন। প্রথম কোয়ালিফায়ারে রোহিতের দলের এই বোল্টের বলেই বিপদে পড়ে দিল্লি। বোল্টের পরপর দুটি বলে দুটি উইকেট নেওয়ার ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি।  যে কোন পরিবেশে বলকে সুইং করানোর ক্ষমতা রাখেন বোল্ট। আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে বোল্ট অন্যতম সফলতম বোলার।

আরও পড়ুন- “তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মেগা ফাইনালে আদৌ কি দেখা যাবে বোল্টের জাদু। সব জল্পনার অবসান ঘটিয়েছেন রোহিত নিজেই।
মেগা ফাইনালের আগেরদিন বোলিং বিভাগে তাঁর অন্যতম সেরা অস্ত্রকে নিয়ে আশার কথা শুনিয়েছেন ‘হিটম্যান’। ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রোহিত জানালেন, ‘ট্রেন্ট বোল্ট সুস্থ আছে। ও আজ গোটা দলের সঙ্গে প্র্যাকটিস সেশনেও অংশ নিয়েছে। গত দু’দিনে ও অনেকটা ভালো হয়ে উঠেছে। আশা করি আগামীকাল মাঠে নামতে কোনও সমস্যা হবে না।’ বুমরাহর সঙ্গে জুটি বেঁধে বোল্টের বোলিং ইতিমধ্যেই রাতের ঘুম কেড়েছে বিপক্ষ দলের।
উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ারে দিল্লি শিবিরে প্রাথমিক ভাঙন ধরালেও বোল্ট তাঁর চার ওভার সম্পূর্ণ করতে পারেননি। চোটের কারণে দিল্লি ইনিংসের ১৪তম ওভারে মাঠ ছাড়েন কিউয়ি পেসার। এরপর আর মাঠে নামতে পারেননি বোল্ট।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version