Thursday, August 21, 2025

মধ্যপ্রদেশ উপনির্বাচনে ২০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস মাত্র ৭

Date:

নির্বাচনী পারদ ক্রমশ চড়ে উঠেছে বিহারে। নীতীশ নাকি তেজস্বী? কে আসতে চলেছেন বিহারের শাসক হিসেবে? আজকেই সে উত্তর পেয়ে যাবেন বিহারবাসী। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু শুধু বিহার নয়, দেশজুড়ে লোকসভা ও বিধানসভা মিলিয়ে ৫৮ টি আসনে উপ নির্বাচন সম্পন্ন হয়েছে বিহারের সঙ্গেই। মঙ্গলবারই সেই নির্বাচনের ফল প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। চলছে ভোট গণনা। ১১ রাজ্যের এই ৫৮ উপনির্বাচনের মধ্যে বাড়তি নজর রয়েছে মধ্যপ্রদেশে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, মধ্যপ্রদেশে মোট ২৮ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১টি আসনে ইতিমধ্যেই জয় হাসিল করেছে বিজেপি। এগিয়ে রয়েছে আরো ১৯ টি আসনে। অন্যদিকে মাত্র ৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। এবং ১টিতে বহুজন সমাজ পার্টি (বিএসপি)

এর পাশাপাশি গুজরাটের (৮ টি আসন) সবকটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। হরিয়ানার (১টি আসন)রয়েছে কংগ্রেস। ছত্রিশগড়ের (১টি আসন) এগিয়ে কংগ্রেস। তেলেঙ্গানায় (১টি আসন) এগিয়ে বিজেপি। ওড়িশায় (২টি আসন) দুটিতেই এগিয়ে রয়েছে বিজেডি। ঝাড়খণ্ডে (দুটি আসন) দিতে গিয়ে কংগ্রেস অন্যটিতে জেএমএম। কর্নাটকে (২টি আসন) দুটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে (৭ টি আসন) ৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি অন্যদিকে একটিতে এগিয়ে সমাজবাদী পার্টি। পাশাপাশি, মঙ্গলবার ভোট গণনা হবে উত্তর-পূর্বের রাজ্য মনিপুর ও নাগাল্যান্ডেও। জানা গিয়েছে, মণিপুরে (৫টি বিধানসভা আসন) যেখানে ৪টিতে এগিয়ে রয়েছে বিজেপি একটিতে নির্দল। নাগাল্যান্ডে (২টি আসন) একটিতে এগিয়ে এনডিপিপি এবং একটিতে নির্দল।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version