Tuesday, November 4, 2025

না।
একটিবারও শুভেন্দু অধিকারীর নাম করেননি।
একটিবারও সরাসরি শুভেন্দুকে কিছু বলেননি।

কিন্তু মঙ্গলবার নন্দীগ্রামে শুভেন্দুর সভার ছঘন্টার মধ্যে পাল্টা সভায় ইঙ্গিতপূর্ণ কামান দাগলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন : নন্দীগ্রামের মঞ্চ থেকে ভোটযুদ্ধের দামামাই বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

তিনি শুভেন্দুরই দুদিন আগের কথার রেশ ধরে বলেন,” আমরা কেউই হেলিকপ্টারে নামিনি। সিঁড়ি দিয়ে উঠেছি। আর সেই সিঁড়িটা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন : তপসিয়া ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, নিমেষে পুড়ে ছাই ২০টি ঝুপড়ি

ফিরহাদ বলেন,” কাউকে বলছি না। নিজেকে বলছি। আজ যা হয়েছি, সব মমতাদির জন্য। তাঁকে ছাড়া বাংলা হয় না। হবে না। তাঁর অবদানকে অস্বীকার করা যায় না।”

এসব বলতে গিয়েই তিনি হঠাৎ বলেন,” থাকে। মীরজাফররাও থাকে।”
তবে এপ্রসঙ্গে কোনো নাম তিনি বলেননি।

ফিরহাদ বলেন,” সকালে ডাকেননি কেন? ডাকলে আসতাম। মালা দিতাম শহীদদের তর্পনে। ডাকা হবে না, আসতে দেওয়া হবে না, আবার আমি আমি করে আমিত্ব দেখিয়ে কথা বলা হবে, এ কেমন কথা? আমি না, বলতে হবে আমরা।”

ফিরহাদ বলেন,” আমি পথ, রথ, মূর্তি কিছুই হব না। কারণ আমি জানি অন্তর্যামীই শেষ কথা। তিনি হলেন মমতাদি। তিনি কাজের সুযোগ না দিলে আমরা কেউ কিছু নই।”

আরও পড়ুন : নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানালেন মমতা-অভিষেক

ফিরহাদ বলেন,” মহাত্মা গান্ধী ছাড়া ভারত হয় না, মাও সে তুং ছাড়া চিন হয় না, লেনিন ছাড়া সোভিয়েত হয়না। ঠিক তেমন মমতা ছাড়া বাংলা হয় না।”

তিনি বলেন,” যারা মমতাদির হাত দুর্বল করছে, তারা আসলে বিজেপির হাত শক্ত করছে। সিপিএম খুব খারাপ ছিল। বিজেপি আরও খারাপ পার্টি। এমন কিছু করবেন না যাতে তাদের সুবিধে হয়। বাংলায় বিজেপির জায়গা নেই। ওরা মমতাকে সরাতে চায় ভাঙন ধরিয়ে। জননেত্রী বাংলাকে ঠিক পথে রেখেছেন। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করেন। বিজেপি এলে ধর্মের নামে সন্ত্রাস ফিরবে। এসব হতে দেবেন না।”

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version