হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিহারে৷ আড়াই ঘণ্টা গণনার শেষে যা ট্রেন্ড তাতে ২৪০টি আসনের মধ্যে-

◾১১৮টিতে এগিয়ে NDA

◾ মহাজোট এগিয়ে ১১২টিতে ৷

◾অন্যান্যরা এগিয়ে ১০টি আসনে ৷


বিহার ভোটের প্রথম দিন থেকেই প্রশ্ন উঠেছে, পরিবর্তন না প্রত্যাবর্তন? ফের নীতীশ কুমার, নাকি এ বার তেজস্বী যাদব?এদিকে, আপাতত গণনার যা ইঙ্গিত মিলেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের বলছেন, ত্রিশঙ্কু সরকার গড়ার দিকে এগোলে ‘কিং মেকার’ হতে পারেন চিরাগ পাসোয়ান ও তার দল ৷

সব প্রশ্নের জবাব মিলবে আজ, মঙ্গলবারই। করোনা আবহে দেশের প্রথম ভোটে কার প্রতি আস্থা রেখেছেন বিহারবাসী জানতে অপেক্ষা আরও কয়েক ঘণ্টার ৷

আরও পড়ুন:‘তেজস্বী ভবঃ বিহার!’ ভাইকে শুভেচ্ছা জানিয়ে সাতসকালে টুইট তেজ প্রতাপের
